এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > আদালতের নির্দেশে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা, নন্দীগ্রামের লড়াই নিয়ে বড়সড় অস্বস্তি মমতার!

আদালতের নির্দেশে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা, নন্দীগ্রামের লড়াই নিয়ে বড়সড় অস্বস্তি মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –2021 এর বিধানসভা নির্বাচনে অস্বস্তি যেন ক্রমশ বেড়েই চলেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুর কেন্দ্র ছেড়ে এবার নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। যার প্রতিপক্ষ এক সময়কার সতীর্থ তথা বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন নন্দীগ্রাম বিধানসভার সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। কিন্তু এবার ভোটের মুখে জোড়া অস্বস্তিতে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, নন্দীগ্রামের জমি সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই শুনানি শুরু হয়েছে। যেখানে যারা জামিন দেননি, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। আর সেই তালিকায় নাম রয়েছে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান, আবু তাহের সহ বেশকিছু তৃণমূল নেতার। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় অস্বস্তি ক্রমশ বৃদ্ধি পেয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, 2007 সালের 14 মার্চ নন্দীগ্রামের জমি আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি তৈরি হয়েছিল। গুলি চালানোর ঘটনায় মারা গিয়েছিলেন 14 জন ব্যক্তি। আর এরপরই রাজ্যে পালাবদলে 2011 সালে তৃণমূল সরকার আসার পর নন্দীগ্রামের জমি আন্দোলন সংক্রান্ত একাধিক মামলা খারিজ করা হয়। কিন্তু প্রায় দুইমাস আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে বিজেপি নেতা নীলাঞ্জন অধিকারী একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। আর তার পরিপ্রেক্ষিতেই নন্দীগ্রামের এই জমি সংক্রান্ত মামলা চালুর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

বিশ্লেষকরা বলছেন, এমনিতেই নন্দীগ্রামের লড়াই এবার হাড্ডাহাড্ডি হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগার পরে সেই লড়াই আরও অন্য মাত্রা পেয়েছে। আর এবার কলকাতা হাইকোর্টের এই নির্দেশ এবং তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তৃণমূল নেত্রীর অস্বস্তি যে দ্বিগুণ ভাবে বাড়িয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!