নিয়মের পরোয়া না করেই জল্পনা বাড়িয়ে বন্ধ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সিবিআই তদন্ত রাজ্য May 3, 2018 ২০১৪ সালের জুন মাসে মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা, মহারাষ্ট্র ইস্টার্ন গ্রিড পাওয়ার ট্রান্সমিশন সংস্থা,আদানি এন্টারপ্রাইজ ও একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করলেও সে তদন্ত হঠাৎ করেই বন্ধ করে দেন। কেন আদানী গোষ্ঠীর বিরুদ্ধে সিবিআই তদন্ত বন্ধ হয়ে গেলো তা নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে জানা গেছে,বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব পেয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা ও যন্ত্রাংশ আমদানির সময়ে চারগুন দাম বেশি করে দেখাতো আদানী গোষ্ঠী। উদ্দেশ্য ছিল খরচ দেখিয়ে চড়া হারে মাশুল আদায় করা।এতে তাদের লাভ হলেও চাপের মুখে পড়ত আমজনতা। বিরোধীরা কিন্তু বারবার সন্দেহ ব্যক্ত করেছে মোদীজির সঙ্গে আদানী গোষ্ঠীর মালিজ গৌতম কর্নধারের ঘনিষ্ঠতা নিয়ে। আইনজীবী প্রনব সচদেব আবার আদানী গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দেওয়া নিয়ে আপত্তি তুলে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন । এই মামলাতেই সিবিআই পক্ষের হয়ে যুক্তি দেওয়া হয়েছে,বিষয়টি নাকি মহারাষ্টের আওতাধীন এবং এতে মহারাষ্ট্র সরকারের অনুমতি নেই তাই এতে সিবিআই নাক গলাতে পারছে না। প্রসঙ্গত উল্লেখ করার প্রয়োজন যে বিজেপির নেতৃত্বাধীন সরকার চলছে এখনো মহারাষ্ট্রে।তবে সচদেব পাল্টা যুক্তিতে জানিয়েছেন যে যেহেতু তদন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধেও তাই সেখানে মহারাষ্ট্র সরকারের অনুমতি নেওয়ার প্রসঙ্গই উঠছে না। আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/ আপনার মতামত জানান -