এখন পড়ছেন
হোম > জাতীয় > আদৌ কি সফল হবে বিরোধী মহাজোট? অতীতের দৃষ্টান্তে সন্দিহান!

আদৌ কি সফল হবে বিরোধী মহাজোট? অতীতের দৃষ্টান্তে সন্দিহান!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2019 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে সরাতে বিরোধী মহাজোট তৈরীর সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা কিছুদিনের মধ্যেই ধুলিস্যাৎ হয়ে যায়‌। বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এক ছাতার তলায় আসার চেষ্টা করলেও, লাভের লাভ কিছুই হয়নি। বরঞ্চ যে বিজেপিকে সরানোর জন্য বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এককাট্টা হওয়ার চেষ্টা করেছিল, সেই বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতা দখল করে। সামনেই 2024 এর লোকসভা নির্বাচন। বিভিন্ন বিষয়কে সামনে রেখে ইতিমধ্যেই আবার সেই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এককাট্টা হওয়ার চেষ্টা করতে শুরু করেছে।

তবে তাদের সেই আন্তরিকতা এবং উদ্যোগ নিয়েই এখন নানা মহলে দেখা দিতে শুরু করেছে সংশয়। কেননা যতবার বিরোধী মহাজোট তৈরির সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তারপরেই তা ভেস্তে গিয়েছে। তাই 2024 এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে সরানোর জন্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এক ছাতার তলায় আসার চেষ্টা করলেও, তা কতটা সাফল্য লাভ করবে, এখন তা নিয়ে নানা মহলে শুরু হয়েছে চর্চা।

অনেকে বলছেন, বিজেপি বিরোধিতার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল এক ছাতার তলায় আসার চেষ্টা করছে। তাদের এখন প্রধান লক্ষ্য বিজেপিকে সরানো। কিন্তু পরবর্তীতে যদি বিরোধী মহাজোট ক্ষমতায় চলে আসে, তাহলে তাদের মধ্যে নেতৃত্ব কে দেবেন, কে হবেন প্রধানমন্ত্রী, তা নিয়ে বিরোধী জোটের মধ্যে দড়ি টানাটানি শুরু হতে পারে। যার ফলে একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো ঘর ভেঙে পৃথক পৃথক ভাবে আলাদা হয়ে যেতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার অনেকে এই বিরোধী জোট থেকে সরে গিয়ে বিজেপির সঙ্গে শামিল হয়ে যেতে পারেন। যা সেই বিরোধী মহাজোটকে ভেঙে খানখান করে দেবে। তাই এই সমস্ত সম্ভাবনাকে মাথায় রেখে বিরোধী মহাজোট তৈরি করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধীরা চিন্তা-ভাবনা করলেও, সৃষ্টি হওয়ার আগেই তাকে যত্ন করতে শিখতে হবে সমস্ত বিরোধী নেতাদের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, পরবর্তীতে যদি এই বিজেপি বিরোধী মহাজোট নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, তাহলে তা বিজেপির কাছে বাড়তি হাতিয়ার হয়ে দাঁড়াবে। কেননা এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেতাদের এককাট্টা  করে ব্রিগেডের সমাবেশ করে প্রমাণ করার চেষ্টা করেছিলেন, বিরোধী ঐক্য মজবুত। কিন্তু তারপরে ফলাফল ভালো হয়নি। তাই অতীতকে স্মরণে রেখে ভবিষ্যতের পথ প্রশস্ত করতে বিরোধী নেতাদের পদের মোহ থেকে সরে এসে বিজেপিকে সরানোর জন্য এক হয়ে লড়াই করা উচিত বলেই মনে করছেন বিজেপি বিরোধী ঘনিষ্ঠ মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!