এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার আধার কার্ড নিয়ে মোদী সরকারের কাছে বড়সড় দাবি জানাতে চলেছেন মুখ্যমন্ত্রী

এবার আধার কার্ড নিয়ে মোদী সরকারের কাছে বড়সড় দাবি জানাতে চলেছেন মুখ্যমন্ত্রী


সারা দেশে আধার কার্ড নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে প্রথম সোচ্চার হতে দেখা গিয়েছিল তাঁকেই।বিভিন্ন সভায় আধার কার্ডের ত্রুটি নিয়েও বিজেপিকে তুলোধোনা করতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।এবারসেই আধার কার্ডের সমস্যা মেটাতে কেন্দ্রের দ্বারস্থ হতে চলেছেন তিনি।নবান্ন সূত্রে খবর,আধার কার্ড তৈরির দায়িত্ব এবার নিজেই কাধেই নিতে চায় রাজ্য।বিভিন্ন পুরসভা কে দিয়ে এই কাজ সম্পন্ন করতে চায় রাজ্য।সম্প্রতি এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে একটি চিঠিও দিচ্ছে রাজ্য।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে,বেশ কদিন ধরেই রাজ্য সরকারের কাছে আধার নিয়ে অভিযোগের পাহাড় জমা পড়েছিল।রাজ্যের বেশ কজন মন্ত্রীও এনিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগও করেছেন।তাই এবার রাজ্যবাসীর স্বার্থে কেন্দ্র সরকারের কাছে এই আবেদন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রে খবর,রাজ্যের এই আবেদনে যদি কেন্দ্র সাড়া দেয় তবে রাজ্যের পুরসভাগুলিকে দিয়েই এই কার্ড তৈরির ব্যবস্থা করা হবে।রাজ্যের তরফে কেন্দ্রকে পাঠানো চিঠিতে এও লেখা থাকবে যে আধার নিয়ে যা খরচা হবে তা কেন্দ্রকেই  দিতে হবে।সবমিলিয়ে এই বিষয়গুলিই থাকবে রাজ্যের চিঠিতে। এখন দেখার আধার ইস্যুতে রাজ্যের এই প্রস্তাবে কেন্দ্রের সবুজ সঙ্কেত কবে মেলে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!