এখন পড়ছেন
হোম > জাতীয় > আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা নিয়ে নয়া বিজ্ঞপ্তি, জেনে নিন

আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা নিয়ে নয়া বিজ্ঞপ্তি, জেনে নিন


আধার কার্ডের বৈধতা নিয়ে বহুবার সরব হয়েছে ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলো। অনেকবার আধার কার্ড ইস্যু আদালতের দরজা পর্যন্ত পৌঁছেছে। আর এবার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করল সরকার। এক্ষেত্রে পূর্ববতী ঘোষণা অনুযায়ী, আগামী 31 ডিসেম্বর আধারের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণের শেষ তারিখ ছিল।

কিন্তু গত সোমবার আয়কর দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সময়সীমা বাড়িয়ে 31 মার্চ পর্যন্ত করা হয়েছে। বিভাগীয় দিক থেকে আয়কর দপ্তর আয়কর আইন 1961 অন্তর্গত 139 এর এ ধারায় উল্লেখিত দুই নম্বর উপধারা ভিত্তিতে এই ঘোষণা করেছে। গত সোমবার আয়কর দপ্তর থেকে নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে এই বিজ্ঞপ্তি সর্বসাধারণকে জানানো হয়েছে।

বিগত দিনে প্রথমে চলতি বছরের 30 সেপ্টেম্বর এবং পরবর্তীতে 31 ডিসেম্বর পর্যন্ত আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণের শেষ তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু শেষ ঘোষণা অনুযায়ী, সেই সময়সীমা অনেকটাই বাড়িয়ে 3 মার্চ অব্দি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর আয়কর দপ্তরের এই সিদ্ধান্তকে যথেষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছে বিশেষজ্ঞরা। কারণ বর্তমান আইন অনুসারে প্যান কার্ডের সঙ্গে যদি আধার কার্ডের সংযুক্তিকরণ না হয়, সেক্ষেত্রে গ্রাহকের প্যান কার্ড অচল হয়ে যাবে। এর আগে আয়কর দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। গত 28 ডিসেম্বর তারিখে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আধার কার্ড, প্যান কার্ড সংযুক্তিকরণের প্রক্রিয়া 31 শে ডিসেম্বরের মধ্যে করতে হবে।

তাছাড়াও প্রবাসী ভারতবাসীদের ক্ষেত্রে যে সমস্ত প্রবাসীরা ভারতবর্ষে করযোগ্য আয় করেন, আবার যারা ভারতবর্ষে বিনিয়োগ করতে চান, তাদের সকলের ক্ষেত্রেই প্যান কার্ডের সঙ্গে সংযুক্ত আধার কার্ড থাকা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয় ওই বিজ্ঞপ্তিতে। কিন্তু শেষ ঘোষণা অনুযায়ী, 31 শে ডিসেম্বরের জায়গায় 31 মার্চ পর্যন্ত আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণ এর শেষ সময় বলে ঘোষণা করতে দেখা গেল আয়কর দপ্তরকে।

ওয়াকিবহাল মহল মনে করছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে যথেষ্ট টালমাটাল পরিস্থিতিতে রয়েছে। সেই কারণেই কর গ্রহণ, জিএসটি এবং অন্যান্য দিক থেকে রাজস্বের পরিমাণ বৃদ্ধির দিকে নজর দিচ্ছে কেন্দ্রীয় অর্থ দপ্তর। বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক এবং আয়কর দপ্তরের সিদ্ধান্ত সরকারের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টার প্রতিফলন বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!