এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার পেনশনভোগীদের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে আধার কার্ড – জানুন বিস্তারিত

এবার পেনশনভোগীদের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে আধার কার্ড – জানুন বিস্তারিত


 

এবার নতুন ব্যবস্থা চালু হচ্ছে রাজ্য সরকারের পেনশন প্রাপকদের জন্য। সূত্রের খবর, অবসরপ্রাপ্ত কর্মীদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার সময় এবার আঙুলের ছাপের মাধ্যমে আধার নম্বর যাচাইয়ের ব্যবস্থা চালু হতে চলেছে। জানা গেছে, গত 25 অক্টোবর এই ব্যাপারে অনলাইনে অবসরপ্রাপ্ত কর্মীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট চালু করার জন্য অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

তবে সেই বিজ্ঞপ্তিতে গোটা ঘটনা বাধ্যতামূলক নয় বলেও জানানো হয়েছে। অর্থাৎ পেনশন প্রাপকরা যদি চান, তাহলে এতদিন যেভাবে তারা ফরম পূরণ করে লাইফ সার্টিফিকেট জমা দিতেন, সেটাও করতে পারবেন বলে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, বছরের নভেম্বর মাসে ব্যাংকে গিয়ে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের কর্মচারীদেরকেই লাইফ সার্টিফিকেট দিতে হয়।

কিন্তু এবারই প্রথম অক্টোবর মাসে 80 বছরের বেশি বয়সী পেনশন প্রাপকদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু অনেকেই সেই লাইফ সার্টিফিকেট না করায় তাদের পেনশন বন্ধ হয়ে যায়। ফলে অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট চালু হলে এই প্রক্রিয়ায় গতি এবং স্বচ্ছতা দুটিই আসবে বলে মনে করছে একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এতদিন এই লাইফ সার্টিফিকেটের ফর্ম ব্যাংকে জমা দেওয়া হলেও তা নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হত এবং প্রচুর সময় নষ্ট হত বলে অভিযোগ। কিন্তু ডিজিটাল ব্যবস্থায় এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে ট্রেজারিতে গিয়ে একটা আঙ্গুলের ছাপের মাধ্যমে আধার কার্ড যাচাই করা হলেই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে বলে মনে করছেন একাংশ।

তবে অনেকে আবার বলছেন, এমনিতেই এতদিন এই ব্যবস্থায় অনেক জটিলতা পোয়াতে হত পেনশন প্রাপকদের। কিন্তু এবার অনলাইনে হওয়ায় সেই জটিলতা আরও বাড়বে। এদিন এই প্রসঙ্গে ওয়েস্টবেঙ্গল পেনশনার্স অ্যান্ড সিনিয়র সিটিজেন ফোরামের সম্পাদক মনোজ চক্রবর্তী বলেন, “অবসর প্রাপ্তদের বয়স জনিত কারনে আঙ্গুলের ছাপের মাধ্যমে আধার নম্বর যাচাই না হলে সমস্যা তৈরি হবে। কেন্দ্রীয় সরকারের পেনশন প্রাপকদের শুধু এতদিন এই সমস্যায় পড়তে হত।”

অন্যদিকে এই প্রসঙ্গে সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সমীর মজুমদার বলেন, “এতে ভোগান্তি কমবে না। পেনশনপ্রাপ্ত ব্যাংকে তো যেতেই হবে। আধার যাচাই করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!