এখন পড়ছেন
হোম > জাতীয় > অধিবেশন শুরুর আগেই দিল্লি সফরে শুভেন্দু, জল্পনায় সরগরম রাজ্য-রাজনীতি!

অধিবেশন শুরুর আগেই দিল্লি সফরে শুভেন্দু, জল্পনায় সরগরম রাজ্য-রাজনীতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পরাজিত করার পর তাকে বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা করা হয়েছে। আর বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই শাসকদল তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলতে প্রতিমুহূর্তে তৎপর শুভেন্দু অধিকারী। দলের ভেতরে এবং বাইরে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন তিনি। কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশাপাশি তাকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এই পরিস্থিতিতে সামনে যখন বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে, ঠিক তখনই জল্পনা বাড়িয়ে দিল্লি উড়ে গেলেন শুভেন্দু অধিকারী। আর বর্তমান পরিস্থিতিতে তার এই দিল্লি সফরের কারণ কি, এখন সেটাই রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সূত্রের খবর, বুধবার রাতের বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, দিল্লিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে তার। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তার সাক্ষাত করার সম্ভাবনা তৈরি হয়েছে। অনেকে বলছেন, বর্তমান পরিস্থিতিতে বিজেপিতে ব্যাপক ভাঙ্গনের আশঙ্কা করা হচ্ছে। মুকুল রায়ের পর অনেক বিজেপি বিধায়ক গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করতে পারেন। তাই সেই সম্ভাবনা আটকানোর জন্য কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে বিধানসভার অধিবেশন শুরুর আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর তৃণমূল কংগ্রেসকে আরও বেশি করে চাপে ফেলতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতেই তার এই দিল্লি সফর বলে দাবি করছেন একাংশ। অনেকে আবার গোটা বিষয়টিতে সাংগঠনিক গুরুত্ব দেখতে শুরু করেছেন। একাংশের দাবি, কিছুদিন আগেই বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই শুভেন্দু অধিকারীকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। বারবার তার কথা উঠে এসেছে।

আর এই পরিস্থিতিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতই শুভেন্দু অধিকারী সম-গুরুত্ব পাবেন বলে মনে করা হচ্ছে। সেদিক থেকে বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগে শুভেন্দু অধিকারীর দিল্লি সফর কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে সাংগঠনিক দিকে তাকে বাড়তি কোনো উপহার দেওয়ার সম্ভাবনা বলেগ মনে করা হচ্ছে। সব মিলিয়ে হঠাৎ করেই শুভেন্দু অধিকারীর দিল্লি সফর নিয়ে এখন রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!