এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার অধিকারী গড়ে হানা দিল বিজেপি, প্রভাবশালী নেতার যোগ গেরুয়া শিবিরে!

এবার অধিকারী গড়ে হানা দিল বিজেপি, প্রভাবশালী নেতার যোগ গেরুয়া শিবিরে!


বিজেপি শিবিরের সংগঠন যত শক্তিশালী হচ্ছে, ঠিক সেভাবেই এবার তৃণমূল শিবিরেও ভাঙ্গন দেখা যাচ্ছে। যদিও রাজনৈতিক ময়দানের অনেকেই দাবি করছেন, 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের এই ভাঙ্গনের শুরু হয়েছে। ইতিমধ‍্যেই তৃণমূল থেকে একের পর এক হেবীওয়েট নেতা, মন্ত্রী থেকে শুরু করে শয়ে শয়ে কর্মী যোগ দিয়েছেন বিজেপিতে। বিজেপির রাজ‍্য কমিটি ঢেলে সাজানোর পরেই আবারও একই ছবি দেখা গেল। এবার  তৃণমূলের অন্যতম দুর্গ অধিকারী গড়ে  দেখা গেল ফাটল।

জানা যাচ্ছে, এদিন পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার ৯ নম্বর পিয়াশালা অঞ্চলের ৩৩ নম্বর উখলা বুথে শাসকদল তৃণমূলের বুথ সভাপতি মঙ্গল মান্ডি সহ ৫০ জন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে লিও পতাকা তুলে দেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজীব কুন্ডু ও সহ-সভাপতি মদন রুইদাস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এনিয়ে মঙ্গল মাণ্ডি বলেন, “শাসক দলের দুর্নীতির জন্য তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। একই সঙ্গে তার অনুগামী ৫০ জন তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। আগামী দিনে তারা বিজেপির হয়ে কাজ করবেন।”

বিজেপির তরফ থেকে দাবি করা হয় যে, যারা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাদের যোগ্য সম্মান দেওয়া হবে। তাদেরকে দলের নিয়ম মেনে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে তৃণমূলের তরফ থেকে দাবি ওরা কেউ তৃণমূলের নয়,বিজেপির লোকের হাতে পতাকা ধরিয়ে দিয়ে তৃণমূল থেকে এসেছে বলে প্রচার করা হচ্ছে। তবে সে যায় বলুক অধিকারী গড়া এইভাবে বিজেপির হানা তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে বলেই মত রাজনৈতিকমহলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!