এখন পড়ছেন
হোম > রাজ্য > অধীর-অভিষেক লড়াই চরমে, মধ্যস্থতায় এগিয়ে এলেন রাহুল গান্ধী

অধীর-অভিষেক লড়াই চরমে, মধ্যস্থতায় এগিয়ে এলেন রাহুল গান্ধী


রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও সন্ত্রাসের ঘটনার কথা জানিয়ে কেন্দ্রীয় প্রদেশ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চিঠি দিলেন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই চিঠির বিষয়বস্তু সম্পর্কে জানতে পারা গেছে যে, চিঠিতে অধীরবাবু পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রচারের জন্যে রাহুল গান্ধীকে রাজ্যে আমন্ত্রনের পাশাপাশি রাজ্যে দলীয় কর্মীদের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কথাও উল্লেখ করেছেন। জানা গেছে এই চিঠির জবাবী চিঠিতে রাহুল গান্ধী দলীয় কর্মীদের কঠিন পরিস্থিতিতে একজোট হয়ে লড়াই করার পরামর্শ দিয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য সম্প্রতি রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের পূর্ণ সমর্থন নিয়ে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন কংগ্রেসের অন্যতম মুখপত্র অভিষেক মনু সিংভি। এরপরেই রাজ্যে সন্ত্রাস নিয়ে বিজেপির করা মামলায় শীর্ষ আদালতে রাজ্য সরকারের আইনজীবি হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। সেই সময় শাসকদলের আইনজীবিরূপে দায়িত্বভার সামলানোকে কটুক্তি করেছিলেন প্রদেশ কংগ্রেস। কিন্তু অভিষেক মনু সিংভি সাফাই আত্মপক্ষ সমর্থন করে জবাব দিয়েছিলেন লড়াইটা বিজেপির বিরুদ্ধে বলেই, শীর্ষ আদালতে তিনি রাজ্যের শাসকদলের পক্ষ নিয়ে সওয়াল করছেন। তাই এবারে অভিষেক মনু সিংভির মতো নেতাদের মুখ বন্ধ করতে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি আগাম প্রমাণ-সহ চিঠি দিয়েছেন দলের কেন্দ্রীয় সভাপতিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!