এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার অধীরের ঘর ভাঙছে বিজেপি, দাপুটে বিধায়কের দল ছাড়া নিয়ে চূড়ান্ত জল্পনা

এবার অধীরের ঘর ভাঙছে বিজেপি, দাপুটে বিধায়কের দল ছাড়া নিয়ে চূড়ান্ত জল্পনা

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট বেঁধে দীর্ঘদিনবাদে রাজ্যের প্রধান বিরোধী দলের মর্যাদা পেলেও, তারপর থেকেই ভাঙ্গনের ধারা অব্যাহত প্রদেশ কংগ্রেসে। তবে এতদিন কংগ্রেসের ঘর ভাঙছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, আর এবার হঠাৎই এদিন জল্পনা পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপকুমার মুখোপাধ্যায় শীঘ্রই দল ত্যাগকরে বিজেপিতে যোগদান করতে চলেছেন। স্বাভাবিকভাবেই এহেন জল্পনা সামনে আসতেই রীতিমত শোরগোল পরে যায় রাজ্য-রাজনীতিতে, কেননা বেশ কিছুদিন আগে এই সুদীপবাবুকেই দলে নিতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু তখন সুদীপবাবু জানিয়েছিলেন চাপের মুখে মাথানত করে তিনি দল ছাড়বেন না। তার উপরে মাত্র কদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ঘনিষ্ট হুমায়ুন কবীর বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই মুর্শিদাবাদের খাড়গ্রামের কংগ্রেস বিধায়ক আশিস মার্জিত দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আর এবার আরো এক দাপুটে কংগ্রেস বিধায়কের দলত্যাগের জল্পনা সামনে আসতেই রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সময় বদলাচ্ছে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণও এই সময়ে কে কখন কোনো দলে যোগদান করতে পারেন তা আন্দাজ করা বেশ মুশকিল, তাই এটা হতেই পারে। বর্তমানে রাজ্যে কংগ্রেসের অস্তিত্ব বেশ সংকটে এবং পঞ্চায়েত নির্বাচনেই প্রমাণিত বিজেপিই এখন এ রাজ্যে প্রধান বিরোধী শক্তি, তাই বিজেপিতে যোগ দিতেই পারেন। তবে এই যোগদানের জল্পনা নিয়ে রাজ্য বিজেপির তরফে কোনো সরকারি প্রতিক্রিয়া এখনো পাওয়া যায় নি। উল্টে সুদীপবাবু জানিয়েছেন, “কারা এ সব খবর ছড়াচ্ছেন জানি না। আমি কংগ্রেসেই আছি, কংগ্রেসেই থাকব।” কিন্তু সুদীপবাবু নিজে একথা জানালেও তাঁর ঘনিষ্ঠমহল কিন্তু বলছে অন্য কথা। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর ঘনিষ্ঠ এক নেতার কথায়, দাদা এখন লক্ষ্য রাখছেন রাজনৈতিক পরিস্থিতির উপর। যদি আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জোট হয়, তাহলে তাঁর বিজেপিতে যোগদানের যথেষ্ট সম্ভবনা রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!