এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > অধীর চৌধুরীর হঠাৎ নীতি বদলে, জল মাপছে বামফ্রন্ট

অধীর চৌধুরীর হঠাৎ নীতি বদলে, জল মাপছে বামফ্রন্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতার পথ থেকে বেশ কিছুটা সরে এসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অনেকে মনে করছেন, আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনের কথা চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখ সমরে যেতে ইচ্ছুক নয় প্রদেশ কংগ্রেস। ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দেবার প্রস্তাব রেখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই বিষয়টি নিয়ে চিন্তা বাড়ছে আলিমুদ্দিনের, সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ নিয়েও বাড়ছে অনিশ্চয়তা।

সম্প্রতি, ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দেবার প্রস্তাব রেখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের বেশ কিছু নেতা তাঁর এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তবে, বেশ কিছু নেতা বিষয়টি ভেবে দেখার কথা জানিয়েছেন। তবে, বাম নেতৃত্ব এভাবে ময়দান ছেড়ে দিতে ইচ্ছুক নন। একাধিক বাম নেতা জানিয়েছেন যে, উপ নির্বাচন কবে হবে? তা এখনো ঠিক হয়নি। পরিস্থিতি মাথায় রেখে বিজেপিকে যাতে সুবিধা করে দেয়া না হয়, সবকিছু বিচার করে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অধীর চৌধুরী যে প্রস্তাব দিয়েছেন তা এখনও কংগ্রেসের হাইকমান্ড অনুমোদন দেয় নি। তবুও অনেকেই মনে করছেন যে, এই প্রস্তাবে হাইকমান্ডের সিলমোহর পাওয়া যাবে। বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান গতকাল জানিয়েছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর রাজ্যে যে তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল। সেখানে তিনি খড়গপুর আসন তৃণমূলকে ছেড়ে দেবার প্রস্তাব দিয়েছিলেন, বিজেপিকে রুখে দেবার কারনে। পরিবর্তে কালিয়াগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে। তাঁর এই প্রস্তাব সে সময়ে অনেকেই মেনে নেননি। এখন ভবানীপুর নিয়ে এই ধরনের চিন্তাভাবনা শুরু হয়েছে।

আবার বেশ কিছু কংগ্রেস নেতা জানিয়েছেন যে, ভবানীপুরে প্রার্থী না দিলে, সেখানে যেসব মানুষ বিজেপিকে সমর্থন করেন না, তাদেরকে জোর করে বিজেপির দিকে ঠেলে দেয়া হবে। তাই ভাবনা-চিন্তা করে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অধীর চৌধুরী জানিয়েছেন, তিনি কোনো নির্বাচনি আঁতাতের কথা বলছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তাই তাঁর বিরুদ্ধে প্রার্থী না দেবার অভিমত রয়েছে তাঁর। কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে এই প্রস্তাব মেনে নেয়া হয়নি। জোটের শরিক দলের সঙ্গে আলোচনা না করেই, কিভাবে অধীর চৌধুরী এ সিদ্ধান্ত নিয়েছেন? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই আগামী দিনে এ বিষয় নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে বাম নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!