এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির সম্পর্ক নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন অভিষেক

অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির সম্পর্ক নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন অভিষেক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উপ নির্বাচনের আগেই কংগ্রেসে ক্রমশ ভাঙ্গন দেখা দিচ্ছে অধীর চৌধুরীর গড় বলে পরিচিত মুর্শিদাবাদ জেলাতে। একের পর এক হেভিওয়েট দল ছাড়তে শুরু করেছেন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, যা ছিল কংগ্রেস দলের কাছে একটি বড়সড় ধাক্কা। এরপর গতকাল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন পাঁচবারের কংগ্রেস বিধায়ক মইনুল হক। অধীর গড়ে কংগ্রেসের এমন তীব্র ভাঙ্গনের কারণ হিসেবে অধীর চৌধুরীকেই দায়ী করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির সম্পর্ক নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন তিনি।

প্রসঙ্গত, উপ নির্বাচনের আগে বারবার ভাঙ্গন দেখা দিয়েছে অধীর চৌধুরীর গড়ে। সম্প্রতি জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেনের বাড়িতে এক বৈঠক বসেছিল। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান সহ একাধিক নেতৃত্ব। এই বৈঠকে কংগ্রেস নেতা মইনুল হককে দলে নেওয়ার ব্যাপারে আলোচনা চলে। এরপর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে যোগদান করেছেন মইনুল হক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মইনুল হকের যোগদানের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, কংগ্রেস কাজ করছে ঠিকই, কিন্তু কাজ করতে পারছেন না। হতাশ হয়ে মইনুল হক দল ছেড়ে দিলেন। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি জানালেন যে, বিজেপিকে কাজ করার সুযোগ করে দিচ্ছে কংগ্রেস।বিজেপির সঙ্গে গোপন আঁতাত রয়েছে অধীর চৌধুরীর। আবার, উন্নয়নের স্বার্থে তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল একদিকে যেমন কংগ্রেস-বিজেপির গোপন আঁতাতের কথা ফাঁস করলেন তিনি, অন্যদিকে তিনি জানান, দরজা বন্ধ করে রেখেছেন তাঁরা। যদি দরজা খুলে দেন তাহলে বিজেপি দলটিই উঠে যাবে। লাইনে দাঁড়িয়ে আছেন অনেকেই।

কয়েকমাস আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন অভিজিৎ মুখোপাধ্যায় ও মীর আলমগীর পলাশ, আর গতকাল মইনুল হক। দলের এই ভাঙ্গনের পরিস্থিতিতে অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির গোপন সম্পর্কের তথ্য ফাঁস করে দিয়ে রাজনৈতিক মহলে কার্যত ঝড় তুলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বিজেপিতে যোগদানের সরাসরি প্রস্তাব দিয়েছেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তবে, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা জবাব হিসেবে অধীর চৌধুরী জানালেন যে, ঝিনুকের দুধ খেতে খেতে তিনি রাজনীতিতে এসেছেন। রাজনীতির তিনি আর কি বুঝবেন? তাঁর কথায়, এসমস্ত বাচ্চা ছেলের কথায় তিনি আর কিছু বলতে চান না। তবে রাজনৈতিক নেতা হিসেবে তাঁকে বলতে তো হবেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!