এখন পড়ছেন
হোম > রাজ্য > অধীর চৌধুরীকে সরাসরি দলে আসার জন্য আমন্ত্রণ জানালেন বিজেপির হেভিওয়েট নেতা

অধীর চৌধুরীকে সরাসরি দলে আসার জন্য আমন্ত্রণ জানালেন বিজেপির হেভিওয়েট নেতা


সম্প্রতি রাজ্য কংগ্রেসের একাংশ দিল্লি পাড়ি দিয়েছিলেন অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অপসারণের আর্জি জানাতে। লোকসভা ভোটের আগে কংগ্রেসের দলীয় মতানৈক্য যে তুঙ্গে তা আর জানতে বাকি রইল না বিরোধীদের। তবে কি অধীর মিথ খতম? এ নিয়ে জল্পনা কম হয়নি রাজ্য রাজনৈতিকমহলে। বিরোধীদের জল্পনাকে আরো একটু হাওয়া দিতে প্রকাশ্যে এল আরো একটা নতুন খবর। মুর্শিদাবাদ জেলার প্রকাশ্য জনসভায় গেরুয়াশিবিরের টিকিট কাটতে আহ্বান জানালেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

 

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সেই সভাতেই সদ্য বিজেপিশিবিরে নাম লেখানো হুমায়ুহ কবীরও উপস্থিত ছিলেন। অধীরবাবুকে উদ্দেশ্য করে জয় বন্দ্যোপাধ্যায় মানুষের সেবা করার,উপকার করার,গরীবের পাশে থাকার বার্তা দিলেন। এবং এটাও জানালেন যে, কংগ্রেসের সঙ্গে থেকে সে কাজ অধীর বাবু করতে পারবেন না। বর্তমানের কংগ্রেস সভাপতিকে ‘পথ হারা পথিক’ বলেও উল্লেখ করলেন তিনি এদিন। এবং জানালেন অধীরবাবুকে পথের সঠিক দিশা দেবে একমাত্র বিজেপি।

রাজনৈতিকমহলে কান পাতলেই শোনা যাচ্ছে,কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন হুমায়ুন কবীর। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার শক্ত মাটির সন্ধানেই বিজেপিশিবিরে যোগদান তাঁর। এই জয় বন্দ্যোপাধ্যায়ই তখন তাকে আহ্বান জানিয়েছিলেন বিজেপিতে আসার জন্য। এই হুয়ায়ুন সাহেব অধীর চৌধুরীর ছায়াসঙ্গী ছিলেন। তিনি একসময় তৃণমূলেরও মন্ত্রী হয়েছিলেন। পরে উপনির্বাচনে হেরে মন্ত্রীপদ খুইয়েছিলেন। তারপরই তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরেন। বর্তমানে বিজেপি দলে গিয়ে ভীড়েছেন।

তবে, তৃনমূলের দাপুটে নেতা শুভেন্দু অধিকারী দাবী করেছেন হুমায়ুন কবীরের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পেছনে কলকাঠি নেড়েছেন অধীর চৌধুরী। রাজ্যের পরিবহণ মন্ত্রী বলেছেন,পরবর্তী কালে অধীরবাবুরও বিজেপিদলে নাম লেখানোর প্ল্যান রয়েছ,তাই আগেভাগেই ঘনিষ্ঠ বন্ধুকে গেরুয়াশিবিরে পাঠিয়েছেন তিনি। আসলে অধীর চৌধুরী গেরুয়াশিবিরে যায়গা তৈরি করার জন্য আসন প্রস্তুত করে রাখার কাজটি করে রাখলেন।

এই পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতিকে বিজেপি দলে যোগদানের জন্য আহ্বানকে তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ। এর আগেও বহরমপুর সাংসদকে গেরুয়া নামাবলী ধারণ করতে ডাক দিতে দেখা গেছিলো জয় বন্দ্যোপাধ্যায়কে। গত নভেম্বর মাসের ২৬ তারিখ মুর্শিদাবাদ জনসভা থেকে তিনি বলেছিলেন,”হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আপনাকে আহ্বান করছি, অধীরবাবু আপনি বিজেপিতে আসুন।” একইসঙ্গে অধীরবাবুর উদ্দেশ্য তিনি আরো বার্তা দিয়ে বলেন, বিজেপির পতাকাতলে এসে গর্বিত হয়ে মানুষের সেবা করতে। এবং এটাও জানান যে, অধীর বাবু অমর থাকবেন,মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!