এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > ফের বড়সড় পদ পেলেন অধীর চৌধুরী,জেনে নিন

ফের বড়সড় পদ পেলেন অধীর চৌধুরী,জেনে নিন


সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফল খুব একটা ভাল হয়নি। সারা দেশে তারা সরকার গড়ার স্বপ্ন দেখলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে মোদি সরকার। তবে এতে কংগ্রেস নেতৃত্বের কিছুটা মন খারাপ হলেও প্রথম দিন থেকেই সময় ভালো যাচ্ছে বাংলা থেকে নির্বাচিত হওয়া কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর।

বস্তুত, এবারে উপযুক্ত পরিমাণ সাংসদ না থাকায় কংগ্রেস তাদের বিরোধী দলনেতার পদ পায়নি। কিন্তু সংসদে কংগ্রেসের দলনেতা হিসেবে প্রথম দিনই নির্বাচিত হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। যা সেই অধীরবাবুর অনুগামীদের মধ্যে তীব্র খুশির রেশ ছড়িয়ে দিয়েছে। আর দলনেতা হওয়ার পরই সংসদে বক্তব্য রেখে শাসক দলকে কটাক্ষ করে নিজের দল সহ অন্যান্য বিরোধীদলের মন জয় করে নিতে দেখা দিয়েছিল সেই অধীরবাবুকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল যে, অধীর রঞ্জন চৌধুরী আরও একটি বড়সড় পদ পেতে পারেন। কেননা কিছুদিন আগেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে সেই অধীর চৌধুরীর নাম প্রস্তাব করেছিলেন কংগ্রেসের সোনিয়া গান্ধী। ফলে সেদিকে নজর ছিল প্রত্যেকেরই। আর অবশেষে এল সেই সুখবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শেষ পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরীকেই পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তবে অধীর চৌধুরী চেয়ারম্যান হলেও ঘরে বাইরে থাকে তাকে যথেষ্ট চাপে থাকতে হবে বলে মত বিশেষজ্ঞদের।

কেননা এবারে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মোট 22 জন সদস্য রয়েছেন। যার মধ্যে 15 জন লোকসভার এবং 7 জন রাজ্যসভার। আর লোকসভার 15 জনের মধ্যে 9 জন বিজেপির এবং বাকি 6 জনের মধ্যে একজন বিজেপির জোটসঙ্গী শিবসেনা এবং জেডিইউয়ের সাংসদ।

অন্যদিকে বিজেপি ঘনিষ্ঠ ওয়াইএসআর কংগ্রেস এবং বিজেডির দুজন সাংসদ রয়েছে এই কমিটিতে। এছাড়াও একজন কংগ্রেস এবং একজন ডিএমকে সাংসদও রয়েছে। ফলে সেদিক থেকে শাসকদলের সদস্যদের রাশ এই পিএসসি কমিটিতে বেশি থাকায় চেয়ারম্যান হিসেবে অধীর রঞ্জন চৌধুরী তার কাজকর্ম কতটা করতে পারবেন, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

তবে লোকসভার দলনেতা হওয়ার পর পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে অধীর রঞ্জন চৌধুরীর অভিষেক তার অনুগামীদের কাছে অত্যন্ত খুশির হাওয়া বয়ে নিয়ে এসেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!