এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > অধীর চৌধুরীর বিজেপি যোগ নিয়ে শুভেন্দু অধিকারীর পর জল্পনা বাড়ালেন আরেক হেভিওয়েট মন্ত্রী

অধীর চৌধুরীর বিজেপি যোগ নিয়ে শুভেন্দু অধিকারীর পর জল্পনা বাড়ালেন আরেক হেভিওয়েট মন্ত্রী


রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সাথে বর্তমানে ভালোই সখ্যতা হয়েছে বিজেপির- কদিন আগেই মুর্শিদাবাদের মাটিতে দাড়িয়ে এই কথা বলে বঙ্গ কংগ্রেসের সভাপতিকে তীব্র ভাষায় কটাক্ষ করেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আর গত শনিবার সেই মুর্শিদাবাদের জঙ্গিপুরের সম্মতিনগর ময়দানে সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক আখরুজ্জামানের আয়োজনে একটি  সভায় যোগ দিয়ে একই কথা বলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

এদিন তিনি বলেন, “এখন বিজেপির বড় বন্ধু এই অধীর চৌধুরী। উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রীর সঙ্গে অধীরবাবু লাঞ্চ করেছেন। দেখবেন একদিন অধীরবাবুও বিজেপি যোগ দেবেন।” সূত্রের খবর, এদিনের এই সভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীও কংগ্রেস ও বিজেপির চরম সমালোচনা করেন। জানা গেছে,দলের এই সভায় যোগ দেওয়ার আগে জঙ্গিপুর পুরসভা আয়োজিত সুভাষদীপ পার্কে কোটি টাকা খরচ করে টয়ট্রেন ও পখিরালয় তৈরি করা   উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি এদিন ১৮ কোটি টাকার জলপ্রকল্পেরও শিলান্যাস , বেশ কিছু রাস্তার উদ্বোধন সহ পুরসভার তিনতলা ভবন এবং পুরসভার ওয়েবসাইটের উদ্বোধন করেন তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রব্লেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি সম্প্রতি কলকাতায় ২১ জুলাইয়ের সভায় যোগ দিতে গিয়ে মৃত তৃণমূল কর্মী জালাল শেখের স্মরণসভায়  লালবাগ মহকুমার গুধিয়া হাই স্কুলের মাঠে উপস্থিত হন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। সেখানেই সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলায় বিরোধীদের হার প্রসঙ্গে তিনি বলেন, ” পঞ্চায়েত মামলা নিয়ে হাইকোর্টের রায় বের হওয়ার পর বিজেপি নেতারা বলেছিলেন যে, সুপ্রিম কোর্টের রায়ের পর নাকি তৃণমূল করলা খাবে। কিন্তু, সুপ্রিম কোর্টের রায়ের পর আমরা আবার মিষ্টি খেলাম। এবার বিজেপি করলা নয়, নিমপাতা খেল।”  পঞ্চায়েতে বোর্ড গঠন এবং উন্নয়নের কাজ এত পিছিয়ে যাওয়ায় এদিন সেই বিরোধীদের যেন মানুষ ক্ষমা নাও করেন এদিন জনগনের কাছে সেই আর্জিও জানান রাজ্যের পরিবহন মন্ত্রী। সব মিলিয়ে শাসকের রোষানলে পড়ে তীব্র অস্বস্তিতে রাজ্যের বিরোধী শিবিরের নেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!