এখন পড়ছেন
হোম > জাতীয় > চমকের পর চমক অপেক্ষা করছে অধীরের জন্য, চমকপ্রদ পারফরম্যান্সেরই বড়সড় পুরস্কার পেতে পারেন অধীর

চমকের পর চমক অপেক্ষা করছে অধীরের জন্য, চমকপ্রদ পারফরম্যান্সেরই বড়সড় পুরস্কার পেতে পারেন অধীর


লোকসভায় দলের দলনেতা হওয়ার পরই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং চালাতে দেখা গেছে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে। কংগ্রেসের দলনেতা হিসেবে দায়িত্ব পাওয়ার পর সংসদে একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে বক্তব্য রেখে শাসক শিবিরের ঘুম কেড়ে নিতে দেখা গিয়েছিল তাঁকে।

যে ক্ষেত্রে অধীর বাবুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বিরোধী দলের সদস্য থেকে শাসকদলের অনেক সদস্য। আর এবার দলনেতা পাওয়ার পর কংগ্রেসের তরফ সেই অধীর রঞ্জন চৌধুরীকে বড় মাপের পুরস্কার দেওয়ার ব্যাপারে জল্পনা ছড়িয়েছে।

সূত্রের খবর, লোকসভার গুরুত্বপূর্ণ পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যানের ব্যাপারে কংগ্রেসের তরফে সোনিয়া গান্ধী বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নাম প্রস্তাব করেছেন।

বস্তুত, বিরোধী দলের নেতারাই এই পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান হন। এর আগে মল্লিকার্জুন খাড়গে এই পদে ছিলেন। কিন্তু বিরোধী দলের তকমা পেতে গেলে যত সাংসদ সংখ্যা লাগে, এটা কংগ্রেসের নেই। ফলে আদৌ স্পিকার সোনিয়া গান্ধীর এই আবেদনকে সীলমোহর দিয়ে অধীর রঞ্জন চৌধুরীকে পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান করেন কিনা, এখন সেদিকে তাকিয়ে অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কংগ্রেস ছাড়াও ডিএমকে, বিজেডি সহ এই পদটির জন্য বিভিন্ন দলের তরফে মোট 23 জনের নাম পাঠানো হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এক্ষেত্রে সবার প্রথম সারিতেই নাম রয়েছে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর। কিন্তু ঠিকমত বিরোধী দলের তকমা না থাকায় এখন অধীর বাবু এই উপহার পান কিনা, তার দিকে নজড় বিশেষজ্ঞদের।

তবে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর জন্য এটি একটি বড়মাপের উপহার হলেও কংগ্রেসের রাহুল গান্ধীর জন্য খুব একটা ভালো খবর নেই। এতদিন বিরোধী দলের প্রথম সারিতে রাহুল গান্ধী বসলেও এবার থেকে তিনি আর প্রথম সারিতে বসতে পারবেন না বলেই জানা গেছে।

যেখানে একদম প্রথম বেঞ্চে সেই সোনিয়া গান্ধীর পাশে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, তার পাশে ডিএমকের টি আর বালু, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আব্দুল্লা এবং সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব। তবে প্রথম বেঞ্চে বসতে না পারলেও রাহুল গান্ধীকে দ্বিতীয় বেঞ্চে বসানো হবে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!