এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা বসিয়েছেন “বিক্রমাদিত্যের সভা”! মুখ্যমন্ত্রী বিরোধিতায় ক্রমশ সুর চড়াচ্ছেন অধীর চৌধুরী

মমতা বসিয়েছেন “বিক্রমাদিত্যের সভা”! মুখ্যমন্ত্রী বিরোধিতায় ক্রমশ সুর চড়াচ্ছেন অধীর চৌধুরী


ইতিহাসে বিক্রমাদিত্যের সভার কথা কমবেশি সকলেরই পড়া। আর এবার করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং ক্যাবিনেট কমিটি গঠন নিয়ে সেই সভার কথাই তুলে ধরে কংগ্রেসের লোকসভার দল নেতা অধীর রঞ্জন চৌধুরী তীব্র ভাষায় আক্রমন শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। বস্তুত, যত দিন যাচ্ছে, ততই পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। যা সকলের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

আর এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় রাজ্যের বিভিন্ন মন্ত্রী, মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবকে নিয়ে একটি ক্যাবিনেট কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী‌ মমতা বন্দ্যোপাধ্যায়। যার নাম দিয়েছেন কোভিড ম্যানেজমেন্ট ক্যাবিনেট কমিটি। জানা গেছে, এই কমিটিতে রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মুখ্যসচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য সচিব বিবেক কুমার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার বিভিন্ন মন্ত্রীদের নিয়ে গঠিত সেই কমিটিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি বলেন, “আজ করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তাই এসব বাহানা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারাদেশ হটস্পট চিহ্নিত করে কাজ করছে। কাসারগড়, ভিলওয়ারা মডেল এখন প্রসিদ্ধ ভারতের। আর মুখ্যমন্ত্রী কাজ করছেন ক্যাবিনেট কমিটি করে। সব বিশেষজ্ঞরা রয়েছেন। ওটা আসলে বিক্রমাদিত্যের সভা হবে।”

তবে এই প্রথম নয়, এর আগেও করোনা মোকাবিলায় বিশেষজ্ঞ, চিকিৎসক এবং অর্থনীতিবীদদের নিয়ে একটি গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মাথায় বসানো হয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। আর এবার মন্ত্রী ও আমলাদের নিয়ে করোনা পরিস্থিতিকে আয়ত্তে রাখতে নয়া কমিটি গঠন করার পরেই তাকে কড়া ভাষায় আক্রমণ করলেন অধীর চৌধুরী।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে রাজ্যের বাইরে আটকে পড়া পরিযায়ী শ্রমিক থেকে পড়ুয়া – সকলকেই রাজ্যে ফেরাতে অধীর চৌধুরীর ভূমিকার সকলেই ভূয়সী প্রশংসা করছেন। এমনকি, রাজ্যের থেকে সাহায্য না পেয়ে, একসময় তিনি রাজনীতি ভুলে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সাহায্য চান এই কাজে। এই পরিস্থিতিতে যা রাজ্য প্রশাসনের করার কথা ছিল, তা বিরোধী আসনে বসে একই কার্যত করে দেখিয়ে দিচ্ছেন অধীরবাবু। আর রাজ্য প্রশাসন সেখানে একের পর এক কমিটি গঠন করে যাচ্ছে। ফলে অধীরবাবুর এই ক্ষোভ রাজ্য-রাজনীতিতে নতুন করে ঝড় তুলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!