এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিজেপি নয় এবার তৃণমূলে বড়সড় ভাঙ্গন ধরিয়ে মমতার ঘুম ওড়াচ্ছেন ‘রবিনহুড’ অধীর চৌধুরী

বিজেপি নয় এবার তৃণমূলে বড়সড় ভাঙ্গন ধরিয়ে মমতার ঘুম ওড়াচ্ছেন ‘রবিনহুড’ অধীর চৌধুরী


করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে তাদের পাশে রক্ষাকর্তা হিসেবে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এর‌ই ফলস্বরুপ সম্প্রতি দেখা গিয়েছে কয়েকশো পরিযায়ী শ্রমিক তাদের পরিবার সহ তৃণমূল ছেড়ে কংগ্রেসের ছত্রছায়ায় আসে। সূত্রের খবর অনুযায়ী সেই সময় পরিযায়ী শ্রমিকরা জানান, ভিন রাজ্য থেকে নিজেদের এলাকায় ফেরার জন্য রাজ্যের শাসক দলের কাছে বহুবার অনুরোধ করা হলেও তাদের তরফে কোন উদ্যোগ নেওয়া হয়নি।

সেই অসময়ে অধীর বাবু তাদের পাশে থেকে নিজেদের রাজ্যে ফেরাতে সাহায্য করেছেন। তাই তারা পরিবারসহ কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন। এবার ফের তৃণমূলের দুর্গে চির ধরিয়ে বড়‌‌ঞা ব্লকের কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক হাত চিহ্ন শিবিরে যোগদান করে বলে খবর। জানা গেছে এদিন অধীর বাবু রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে তীব্র আক্রমণ করে জানিয়েছেন, “মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের ভাঙন সংক্রমণ শুরু হয়ে গিয়েছে । পুলিশ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চালাচ্ছে দল । কিন্তু জেলাজুড়ে ভাঙনের প্রবল গতি ৷ এই সংক্রমণ থেকে তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে কোন ভ্যাক্সিন নেই। তৃণমূলের পতন আসন্ন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর এদিন তিনি রাজ্য বিজেপিকেও তোপ দেগে বলেছেন, “আমরা ভার্চুয়ালে নয়, একচুয়ালে বিশ্বাস করি । এই যোগদান ভার্চুয়াল নয়, একচুয়াল।”‌ প্রসঙ্গত রাজ্যে তৃণমূল সরকারের রাজনৈতিক প্রতিপত্তি বিরোধী শিবিরগুলির রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ। এর আগে মমতা সরকার অধীর বাবু কে হারাতে কম চেষ্টা করেননি। এর আগে তৃণমূল কংগ্রেসের তরফে মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। তিনি দায়িত্ব নিয়েই একের পর এক অধীর-দুর্গে তোপ দাগতে থাকেন।

এমনকি কংগ্রেসের হাত থেকে মুর্শিদাবাদ জেলা পরিষদ, সব মিউনিসিপ্যালিটি ছিনিয়ে নিয়ে শাসক দল অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করে তারই ডানহাত বলে পরিচিত কান্দির তৎকালীন কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকারকে। তৎসত্ত্বেও এলাকায় অধীর চৌধুরীর খুঁটি হেলানো সম্ভব হয়নি শাসকদলের। এবার ২০২১-এর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে পাল্টা ভাঙ্গন ধরালেন অধীর রঞ্জন চৌধুরী। রাজনৈতিক মহলের মতামত অনুযায়ী জানা গেছে আসন্ন নির্বাচনে হাত চিহ্ন শিবির ফের শক্তি বাড়াতে পারে বলে সম্ভাবনা থেকে যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!