এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > তৃণমূলের ঘর ভাঙলেন রবিনহুড, ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস? মাস্টারস্ট্রোক কি পরিযায়ী সাহায্য?

তৃণমূলের ঘর ভাঙলেন রবিনহুড, ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস? মাস্টারস্ট্রোক কি পরিযায়ী সাহায্য?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুর্শিদাবাদের মাটিতে তিনি শেষ কথা বলেন। তৃণমূলের শুভেন্দু অধিকারী চেষ্টা করেছিলেন, বহরমপুরের মাটি থেকে তাঁকে উৎখাত করতে। কিন্তু পারেননি অধীর রঞ্জন চৌধুরীর দাপট আজও সর্বজনবিদিত‌। সেভাবে কংগ্রেসের প্রভাব রাজ্যে না থাকলেও, মুর্শিদাবাদ জেলায় অধীর রঞ্জন চৌধুরী এখনও শেষ কথা বলেন। দুঃসময় এবং দুর্দিনে মানুষের পাশে থাকাই তার প্রধান ইউএসপি।

যার কারণে প্রবল প্রতাপশালী শাসক এসেও মুর্শিদাবাদের মাটি থেকে তাঁকে উৎখাত করতে পারেনি। তবে এবার রাজ্যে কংগ্রেসকে ঘুরে দাঁড় করাতে পরিযায়ী শ্রমিকদের প্রতি অধীর রঞ্জন চৌধুরীর সাহায্য কি দারুন ভাবে কাজ করল? সূত্রের খবর, এদিন তৃণমূলের প্রায় 70 জন সক্রিয় কর্মী কংগ্রেসে যোগ দেন। বহরমপুরের জেলা পার্টি অফিসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যেখানে বিজেপি ছেড়ে তৃণমূল এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক দেখা যাচ্ছে, সেখানে তৃণমূল ছেড়ে কংগ্রেসে এই যোগদান নিঃসন্দেহে নতুন সমীকরণ তৈরি করল রাজ্য রাজনীতিতে। তবে শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্যের বিভিন্ন জেলাতে এভাবে কংগ্রেসে যোগদান অব্যাহত থাকছে বলে জানিয়ে দিয়েছেন অধীরবাবু। বিশেষজ্ঞরা বলছেন, যে যাই বলুন না কেন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে অধীর রঞ্জন চৌধুরী যে পদক্ষেপ নিয়েছিলেন, তা সত্যিই প্রশংসনীয়।

যেভাবে নানা উদ্যোগ নিয়ে শ্রমিকদের অভাব-অভিযোগ মেটাতে তাদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করেছেন তিনি, তাতে সেই সমস্ত শ্রমিকরা বাড়িতে এসে অধীর রঞ্জন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এখন কংগ্রেসে যোগ দিচ্ছেন। ফলে শ্রমিকদের পাশে তৃণমূল এবং বিজেপি থাকার আশ্বাস দিলেও, এক্ষেত্রে তাদের একটা বিরাট সমর্থন যে কংগ্রেসের দিকে যাচ্ছে, তা এই দলবদলেই স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের দলে যোগদান করিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “তৃণমূলের কর্মীরা দলে-দলে কংগ্রেসে যোগদানের জন্য আসছেন। সারা মুর্শিদাবাদ জুড়ে এখন তৃণমূল খানখান। তৃণমূলের এই ভাঙ্গন চলবে। তৃণমূল দলটাই ভেঙে খানখান হয়ে যাবে।” একাংশের মতে, অধীর রঞ্জন চৌধুরী যেভাবে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনেছেন, তাতে কংগ্রেস যদি এখন তার এই দিকটি তুলে ধরে ভালো করে প্রচার করতে পারে, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভোটব্যাঙ্ক অনেকটাই শক্তিশালী হবে। সেদিক থেকে এখন যেভাবে যেভাবে অনেকে কংগ্রেসে যোগদান করছেন, তাতে কংগ্রেস শেষ পর্যন্ত এই ব্যাপারটিকে নিয়ে কতটা প্রচার করতে পারে এবং বিজেপি- তৃণমূলের পালের হাওয়া কতটা কাড়তে সক্ষম হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!