দিল্লিতে পদে বসতেই তৃণমূল নিয়ে বড়সড় সিদ্ধান্ত জানালেন অধীর, জল্পনা তুঙ্গে জাতীয় মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজ্য June 19, 2019 প্রতিটি রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।সারাদেশে বিজেপি বিরোধিতায় সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো এক হলেও বাংলায় কেন সেই বিজেপি বিরোধী কংগ্রেসের নেতারা তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তা নিয়ে সেই অধীরবাবুর বিরুদ্ধে প্রশ্ন তুলতে দেখা গেছে তৃণমূলকে। কিন্তু লোকসভা নির্বাচনের শেষে ফের কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে সেই বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হন। সেদিক থেকে বিজেপি বিরোধী দল হিসেবে সংসদে থাকা তৃণমূল সাংসদরা অধীরবাবুকে বিরোধী দলনেতা হিসেবে পাশে পাবেন কিনা তা নিয়ে নানা মহলে জল্পনা চলছিল। তবে নিজের স্ট্র্যাটেজি বজায় রেখে কেন্দ্রে বিজেপি বিরোধী দল তৃণমূল সাংসদদের তার পাশে থাকার আহবান জানিয়ে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই চলবে বলে জানিয়ে দিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - জানা গেছে, সংসদে তার আচরণ ঠিক কি হবে এই ব্যাপারে এক তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “রাজ্যে তৃণমূল বিরোধিতা চলবে, কিন্তু দেশের স্বার্থে বিরোধীদের এক হয়ে চলতে হবে।” অনেকে বলছেন, একসময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সরানোর লক্ষ্যে যখন সমস্ত বিরোধীদলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন, তখন সংসদে সকলে এক সুরে সুর বাধলেও রাজ্যে এই অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের প্রবল বিরোধিতা করেছেন। কিন্তু এবার সেই অধীর চৌধুরী লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ায় বিরোধী দলের সকলকে একযোগে পাশে থাকার আর্জি জানিয়ে রাজ্যে যেমন তৃণমূলের বিরুদ্ধে বিরোধিতা চলছিল ঠিক তেমন ভাবেই চলবে বলায় তৃণমূল এখন লোকসভায় অধীরবাবু পাশে থেকে বিরোধিতা করেন কি না, সেদিকেই তাকিয়ে সকলে। আপনার মতামত জানান -