এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > তৃণমূল নামে কোনও রাজনৈতিক দলের অস্তিত্ব বাংলায় নেই! রাজ্য-রাজনীতিতে ঝড় তুলে দিলেন অধীর!

তৃণমূল নামে কোনও রাজনৈতিক দলের অস্তিত্ব বাংলায় নেই! রাজ্য-রাজনীতিতে ঝড় তুলে দিলেন অধীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা ভোটের আগে তৃণমূল যে দলের একেবারে ভোল পাল্টে ফেলতে চাইছে, সে কথাই মনে করছেন অনেক রাজনৈতিকবীদ। বস্তুত, এর পেছনে কারণ স্বরূপ তৃণমূলের প্রশাসনিক ব্যবস্থার ওপর হস্তক্ষেপ থেকে শুরু করে বিভিন্ন স্থানে পদ পরিবর্তনের ঘটনাকেই মনে করেছেন অনেকে। আর এমন পরিস্থিতিতে তাই তৃণমূলের অন্দরের কোন্দল থেকে শুরু করে, তাদের রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে দলের বিভিন্ন কার্যাবলী নিয়ে মতবিরোধকে সামনে এনেছেন অনেকে।

বস্তুত, বর্তমানে রাজ্যের তৃণমূলের বিরোধী শাসক দল হিসাবে বিজেপি যে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে সে কথা মেনে নিয়েছেন অনেক বিশ্লেষকই। আর এমন পরিস্থিতিতে তাই তৃণমূল বিধানসভা ভোটের আগে নিজেদের এক ইঞ্চি জমিও বিরোধে শামিল না হয়ে ছাড়তে রাজি হবে না সে কথাই মনে করেছিলেন বিশ্লেষকেরা। আর সেজন্যই দলের এই ভোলবদল প্রসঙ্গ উঠে এসেছে বলেই মনে করেছেন অনেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এমন পরিস্থিতিতে কিছুদিন আগেই বিক্ষুব্ধ, বঞ্চিত তৃণমূল নেতা-কর্মীদের কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান জানাতে দেখা গিয়েছিল অধীর চৌধুরীকে। তাঁর কথায়, কংগ্রেসে এলে তাঁদের যোগ্য সম্মান দেওয়া হবে বলেই আশ্বাস দিয়েছিলেন তিনি। বস্তুত, কিছুদিন আগে বহরমপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন শতাধিক রাজনৈতিক কর্মী।

আর সেই প্রসঙ্গ সামনে এনেই এমন কাজ করতে দেখা গিয়েছিল তাঁকে। প্রসঙ্গত উল্লেখ্য, এরই মধ্যে রাজ্য সরকার মুর্শিদাবাদ জেলা সভাধিপতি তথা তৃণমূল নেতা মোশারফ হোসেনের নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তবে এবার নন্দীগ্রামে পৃথক সভা করার পর, মুর্শিদাবাদের সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তিন নেতার নিরাপত্তা প্রত্যাহার নিয়েও সরব হতে দেখা গিয়েছে তাঁকে।

আর এই প্রেক্ষিতেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান “কোন মানুষের নিরাপত্তা দরকার, সেটা প্রশাসন ঠিক করে। কিন্তু এখানে ঠিক করে সরকারি দল। তৃণমূল দলে শুধু ভাঙন নয়, গণ ভাঙন তৈরি হয়েছে। বাংলার মানুষ আগামী দিনে দেখবে তৃণমূল নামে কোনও রাজনৈতিক দলের অস্তিত্ব বাংলায় নেই।” তবে এখন বিরোধী দলের তরফে এর কি প্রতিক্রিয়া আসে, সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!