এখন পড়ছেন
হোম > জাতীয় > মুকুল রায়ের বিজেপি তে যোগদান নিয়ে ‘ইঙ্গিতবাহী’ মন্তব্য অধীর চৌধুরীর

মুকুল রায়ের বিজেপি তে যোগদান নিয়ে ‘ইঙ্গিতবাহী’ মন্তব্য অধীর চৌধুরীর

মুকুল রায়ের তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান নিয়ে বেশ সরগরম রাজ্য-রাজনীতি। একের পর এক প্রতিক্রিয়া আসছে সব বড় মাপের সব রাজ্যনেতার কাছ থেকেই। এই পরিস্থিতিতে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আর যা বললেন তা বেশ ‘ইঙ্গিতবাহী’ বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। বিশেষ করে যখন জল্পনা চলছে মুকুলবাবুর পর এবার অধীরবাবুকে দলে নিতে মরিয়া হবে রাজ্য বিজেপি।
মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে অধীর চৌধুরীর মন্তব্য, কংগ্রেস ঘরানার লোক, পরে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় ইউজ অ্যান্ড থ্রো রাজনীতি করেন। সেই জায়গা থেকে বেরিয়ে আসার সাহস মুকুল রায় যে দেখিয়েছেন, তা অনেক নেতাই দেখাবেন এবার। অধীরবাবুর এই মন্তব্যের পরে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরা নিয়ে যেমন ইঙ্গিত মিলছে, তেমনই অধীরবাবুও কোথাও যেন একটা দলছাড়ার সূক্ষ ইঙ্গিত দিয়ে রাখলেন। তবে সত্যিই যদি অধীরবাবু বিজেপির হাত ধরেন, তবে তা বড় চমক হিসাবেই গণ্য হবে। বিশেষ করে যখন কেন্দ্রীয় রাজনীতিতে কংগ্রেস-তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসছে, আর অধীরবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বঘোষিত বিরোধী। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে তিনি দীর্ঘদিনের বৈরিতা ভুলে যখন সিপিএমের হাত ধরতেও পিছপা হননি তখন এবার কি মুকুল রায়ের দেখানো পথেই হাঁটবেন? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!