এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূলের সংখ্যালঘু ভোট বিভাজনের রাজনীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ অধীর চৌধুরীর

তৃণমূলের সংখ্যালঘু ভোট বিভাজনের রাজনীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ অধীর চৌধুরীর


রাজ্যের দাপুটে মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলাকে কংগ্রেস শূন্য করার পণ নেওয়া শুভেন্দু অধিকারী আজকাল বিভিন্ন জায়গায় স্পষ্ট করে জানাচ্ছেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নাকি শীঘ্রই বিজেপিতে যাবেন। অন্যদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা সম্প্রতি অধীরবাবুকে সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান প্রকাশ্যে জানান – ফলে অধীর চৌধুরীর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চরমে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখী হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বিজেপিতে যোগদানের জল্পনা তো উড়িয়ে দিলেনই, তার সঙ্গেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু রাজনীতি নিয়েও তীব্র সমালোচনা করলেন তিনি।

গতকাল অধীরবাবু বলেন, আমি বিজেপিতে যোগদান করছি বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল, কিন্তু এই চক্রান্তে ওরা সফল হবে না। আমি বিজেপিতে যোগদান করছি রটিয়ে সংখ্যালঘু ভোট বিভাজনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। মুখে মুখে এবং স্যোশ্যাল মিডিয়ায় এই অপপ্রচার চালাচ্ছে জেলা তৃণমূল কংগ্রেস। কিন্তু আমাকে বিজেপিতে পাঠানোর এই চক্রান্তে তৃণমূল সফল হবে না। এসব ভিত্তিহীন গুজব, তৃণমূলের পক্ষ থেকে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তৃণমূল জানে, হিন্দু ভোট বিজেপির পাশে আছে – আর সংখ্যালঘুরা আমাকে বিশ্বাস ও ভরসা করে। তাদের সেই বিশ্বাসে চিড় ধরিয়ে তৃণমূল সংখ্যালঘু ভোট বিভাজনের চক্রান্ত করছে। বিজেপির সঙ্গে দহরম মহরম আমার নয়, বরং তৃণমূল কংগ্রেসের আছে – তৃণমূলই এই রাজ্যে খাল কেটে কুমির এনেছে। অধীর চৌধুরীকে চোরাগোপ্তা বিজেপি বানানোর চেষ্টা সফল হবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!