এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূল কর্মী খুনের মামলায় আদালতে আত্মসমর্পন অধীর চৌধুরীর

তৃণমূল কর্মী খুনের মামলায় আদালতে আত্মসমর্পন অধীর চৌধুরীর

অবশেষে আদালতে আত্মসমর্পন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। গত ৮ ই নভেম্বর তৃণমূল নেতা কামাল শেখকে খুনের ঘটনায় অভিযুক্ত সন্দেহে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল বহরমপুর আদালত। আর তাই গতকাল আদালতে আত্মসমর্পণ করেন এই কংগ্রেস নেতা। আত্মসমসর্পন করেই অবশ্য পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়।
যদিও অধীর বাবুর শিবির থেকে জানা গেছে, এই খুনের সঙ্গে কোন ভাবেই যুক্ত নন তিনি। গত ৮ ই নভেম্বর রাজনৈতিক কাজে বাইরে থাকায় তিনি হাজিরা দিতে পারেননি, গরহাজিরার আবেদন জানানো হলেও তা নামঞ্জুর করা হয়েছিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কিন্তু গতকাল তিনি আত্মসমর্পণ করতেই সঙ্গে সঙ্গে তাঁর জামিনও মঞ্জুর করে আদালত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!