এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বিধানসভা ভোটে তৃণমূলের সাথে জোট বেঁধে লড়াই করা নিয়ে অন্য সুর অধীর চৌধুরীর

বিধানসভা ভোটে তৃণমূলের সাথে জোট বেঁধে লড়াই করা নিয়ে অন্য সুর অধীর চৌধুরীর


একসময় বামেদেরকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। আর তারপর থেকেই বিরোধী দল কংগ্রেস এবং বামেদের বিধায়ককে নিজেদের দলে আনতে শুরু করেছিল তারা। যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দল ভাঙ্গানোর অভিযোগ তুলেছিলেন বাম এবং কংগ্রেস নেতারা।

কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এবার তৃণমূলের কপালে শনি নাচতে শুরু করেছে। বর্তমানে লোকসভা নির্বাচনে বিজেপির উত্থানের পর এখন তৃণমূলের বিধায়কদের বিজেপি নিজের দিকে টানছে। ফলে প্রবল দুশ্চিন্তায় পড়েছে শাসক দল। আর এই পরিস্থিতিতে দলের ভাঙ্গন আটকাতে এবং বিজেপিকে রুখতে বাম এবং কংগ্রেসের প্রতি জোটের বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু একসময় সেই তৃণমূল নেত্রী বাম এবং কংগ্রেসের বিধায়কদের নিজের দলে নিয়ে গেলে এখন তারা কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে জোট করতে উদ্যোগী হবেন, এখন তা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। ইতিমধ্যেই এই ব্যাপারে ডুবন্ত জাহাজে পা দেওয়ার কোনো প্রশ্ন নেই বলে জানিয়ে দিয়েছেন কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। ফলে তারা তৃণমূলের সঙ্গে জোটের ব্যাপারে সমস্ত প্রস্তাব খারিজ করে দিলেও বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “জোটের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগ্রহী থাকলে তিনি আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতেই পারেন।” তবে কোনো প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে সরে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাব বলেও এদিন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী।

আর কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটের ব্যাপারে কার্যত সমস্ত প্রস্তাব খারিজ করে দিয়েছেন, সেখানে বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর বিরোধী হিসেবে পরিচিত অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের সঙ্গে জোটের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন বলে মন্তব্য করায় তৈরি হয়েছে জল্পনা।

তাহলে কি অবশেষে লোকসভায় মোদি বিরোধী আন্দোলনে তৃণমূলকে পাশে পেতেই এবার তৃণমূল বিরোধিতা থেকে নিজের সুর নরম করতে চলেছেন অধীর বাবু! এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে সব মহলে। বিশ্লেষকদের ধারণা, একসময় তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসের বিধায়কদের ভাঙানো হলে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রবল সরব হতে দেখা গিয়েছিল এই অধীর চৌধুরীকে।

কিন্তু এবার বিজেপির প্রবল উত্থানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিপাকে পড়েছেন, তখন অধীর রঞ্জন চৌধুরীর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নমনীয় মনোভাব নানা প্রশ্ন তুলে দিচ্ছে। তবে শেষ পর্যন্ত রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এখন বিধানসভার কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে গিয়ে কংগ্রেসের সাথে জোটের ব্যাপারে অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আদৌ কতটা মত পোষণ করতে পারবেন, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!