এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > অধীর চৌধুরীকে দায়িত্ব দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে প্রদেশ কংগ্রেসে আরও বড় পরিবর্তন আনলেন সোনিয়া!

অধীর চৌধুরীকে দায়িত্ব দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে প্রদেশ কংগ্রেসে আরও বড় পরিবর্তন আনলেন সোনিয়া!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোমেন মিত্রের প্রয়াণের পর প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলেছে। 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তেমন ভাবে কোনো শক্ত এবং প্রতিবাদী মুখকে যদি দায়িত্ব দেওয়া না যায়, তাহলে দল সমস্যার মুখে পড়বে বলেই মনে করেছিল কংগ্রেস কর্মীরা। স্বাভাবিক ভাবেই কট্টর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী বলে পরিচিত লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকেই আবার প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বড় পরিবর্তন আনার পরেই এবার বাংলার ক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। যেখানে গৌরব গগৈকে সরিয়ে পশ্চিমবঙ্গের এআইসিসির তরফে কংগ্রেসের পর্যবেক্ষক করা হল জিতিন প্রসাদকে।

সূত্রের খবর, শুক্রবার রাতে কংগ্রেসের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে শুধু বাংলা নয়, আন্দামান এবং নিকোবরের দায়িত্বও এই জিতিন প্রসাদকে দিয়েছে হাত শিবির। কিন্তু হঠাৎ করে কংগ্রেসের পর্যবেক্ষক পদেও এই ধরনের পরিবর্তন কেন? একাংশ বলছেন, এই জিতিন প্রসাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত ভালো। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে কোণঠাসা করতে যদি তৃণমূলের সঙ্গে কংগ্রেসের গাঁটছড়া বাঁধতে হয়, তাহলে এই জিতিন প্রসাদের মধ্যস্থতা অত্যন্ত জরুরি।

তাই তাকে পশ্চিমবাংলার দায়িত্ব দিল কংগ্রেস নেতৃত্ব। অনেকে আবার বলছেন, বাংলায় কংগ্রেসের পর্যবেক্ষক গৌরব গগৈ-এর সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তাই অধীরবাবুকে যখন বাংলার সভাপতি করা হল, তখন সংগঠনে যাতে কোনো দ্বিমত না আসে, তার জন্য গৌরব গগৈকে সরিয়ে সেই জায়গায় জিতিন প্রসাদকে আনা হল বলে দাবি করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু দায়িত্ব নেওয়ার পর বর্তমানে বাংলায় কংগ্রেসের যে সংগঠন রয়েছে, তাকে চাঙ্গা করা কি আদৌ সম্ভব হবে? কেননা সামনেই বিধানসভা নির্বাচন। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে এখন বিরোধী দল হিসেবে মাথাচাড়া দিয়েছে ভারতীয় জনতা পার্টি। খাতায়-কলমে কংগ্রেস বিরোধী দল হলেও তাদের গুরুত্ব দিনকে দিন কমতে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে কিভাবে দলের সংগঠন চাঙ্গা করবেন তিনি?

এদিন এই প্রসঙ্গে দায়িত্ব পাওয়া জিতিন প্রসাদ বলেন, “কংগ্রেসের প্রতি আমার দায়বদ্ধতার উপরে আস্থা রাখায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কাছে আমি কৃতজ্ঞ। নতুন দায়িত্ব পালনে চেষ্টার ত্রুটি করব না।” সব মিলিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীর রঞ্জন চৌধুরীকে বসানোর 48 ঘণ্টার মধ্যেই যেভাবে বাংলার কংগ্রেসের পর্যবেক্ষক পদে বদল আনা হল, তাতে নতুন করে গুঞ্জন বাড়ছে। এখন নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি এবং নয়া পর্যবেক্ষকের নেতৃত্বে বাংলায় কংগ্রেসের সংগঠন কতটা শক্তিশালী হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!