এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > অধীর চৌধুরীর সামনেই ক্ষোভ প্রকাশ কর্মী সমর্থকদের! জোর শোরগোল!

অধীর চৌধুরীর সামনেই ক্ষোভ প্রকাশ কর্মী সমর্থকদের! জোর শোরগোল!


এবার পৌরসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। যখন সর্বত্র কংগ্রেসের প্রভাব কমছে, তখন মুর্শিদাবাদে কংগ্রেসের ঘাঁটিকে আরও শক্ত করার দায়িত্বে রয়েছেন অধীরবাবু। কিন্তু এবার সেই অধীরবাবুকেই চরম অপমানের শিকার হতে হল কংগ্রেস কর্মীদের দ্বারা। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে বহরমপুরে রবীন্দ্রসদনে জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে বুথস্তরের একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই কংগ্রেস কর্মীরা তাদের প্রতি অপমানের কথা তুলে ধরেন। এদিন সেই মঞ্চে অধীর চৌধুরীর সামনেই নিজেদের ক্ষোভের কথা তুলে ধরেন কংগ্রেসের মহিলা কর্মীরা।

এদিন এই প্রসঙ্গে ভগবানগোলা 1 ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী হেনা বিবি বলেন, “ব্লক নেতৃত্বের কাছ আজ পর্যন্ত কোনো সম্মান পেলাম না। অথচ দেখুন অধীরদা আমাদের কথা শোনার জন্য দিল্লি থেকে উড়ে এসেছেন। সংগঠনকে শক্তিশালী করতে হলে জেলার সব স্তরের নেতারা কথাটা মনে রাখবেন। সম্মান না পেলে পাল্টা সম্মান দেখানো যায় না।” এদিন এই প্রসঙ্গে কান্দি ব্লক সভানেত্রী বলেন, “আমরা সারা বছর সংগঠন করি। বাড়ির মহিলারা রাজনীতি বোঝেন না। অজুহাত দেখিয়ে দলীয় নেতারা তাদের পরিবারের মহিলাদের রাজনীতিতে নিয়ে আসতে চান না। কিন্তু যখনই নির্বাচনে কোনো আসন মহিলাদের জন্য সংরক্ষিত হয়, তখন রাজনীতি না বোঝা সেই বাড়ির মহিলাকে প্রার্থী করে দেন। আর সারা বছর কাজ করে আমরা হা করে দেখি, এটা কি আমাদের প্রাপ্য!”

একইভাবে দলের বিভিন্ন নীতি নিয়ে অধীর চৌধুরীর সামনে ক্ষোভ উগরে দিতে দেখা গেছে ডোমকলের মহিলা কংগ্রেসের নেত্রী রাশেদা বিবিকেও। তিনি বলেন, “বছরভর বুক চিতিয়ে আমরা লড়াই করব। ভোটের সময় দেখব দলীয় দাদা স্ত্রী-মেয়েকে ভোটের ময়দানে নামিয়ে প্রার্থী করতে মরিয়া। আমাদের কথা তাদের মনেও পড়ে না। এটা চলতে পারে না।” আর পৌরসভা ভোটের মুখে অধীর চৌধুরীর সামনে যেভাবে মহিলা কর্মীরা পরিশ্রম করেও প্রাপ্য মর্যাদা না পাওয়ার কথা শোনালেন, তাতে অধীর চৌধুরী যে চরম অস্বস্তির মুখে পড়লেন, তা বুঝতে বাকি নেই কারোরই। কিন্তু যে জেলায় অধীর চৌধুরী কার্যত সকলের অভিভাবক হিসেবে রয়েছেন, সেখানে কংগ্রেসের নেতা কর্মীরা বিশেষত মহিলা কর্মীরা এত বঞ্চনার শিকার কেন!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এদিন সকলের কথা শোনার পর অধীর চৌধুরী বলেন, “কোন ব্লকের কোন নেতা, কি বলল তা দেখার দরকার নেই। আপনারা দলের মূল সংগঠনের লেজুড় হয়ে থাকবেন না। নেতৃত্বে আসুন, কাজ করুন। মনে রাখবেন, দল আপনাদের পাশে আছে।” আর এরপরেই জেলা কংগ্রেসের সভাপতি আবু হেনাকে নির্দেশ দিয়ে অধীর চৌধুরী বলেন, “আবু হেনাকে বলব তিনি যেন ব্লক সভাপতিদের নির্দেশ দেন মহিলা কর্মীদের সমান, অধিকার সুপ্রতিষ্ঠিত করার। কাগজ-কলমে নয়, বাস্তবে এমনটাই দেখতে চাই।”

বিশেষজ্ঞরা বলছেন, সামনে পৌরসভা নির্বাচন। গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল ঘাসফুল ফোটানোয় কিছুটা হলেও ব্যাকফুটে পড়েছে জাতীয় কংগ্রেস। তবে এবার পৌরসভা নির্বাচনের মুখে যেভাবে দলের মহিলা কর্মীরা গুরুত্ব না পাওয়ার কথা শুনিয়ে অধীর চৌধুরীর কাছে ক্ষোভ উগরে দিলেন, তাতে সেই মহিলা কর্মীদের গুরুত্ব দেওয়ার কথা বলে সেই ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করলেন অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু শেষ পর্যন্ত অধীরবাবু সেই কথা জেলা নেতৃত্ব কতটা মান্যতা দেয় এবং পরিশ্রমী কংগ্রেসের মহিলা কর্মীরা কতটা গুরুত্ব পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!