এখন পড়ছেন
হোম > জাতীয় > অধীরদের ‘পাত্তা না দিয়ে’ কংগ্রেস-তৃণমূল সম্পর্ক নিয়ে বড় বার্তা রাহুল গান্ধীর দূতের

অধীরদের ‘পাত্তা না দিয়ে’ কংগ্রেস-তৃণমূল সম্পর্ক নিয়ে বড় বার্তা রাহুল গান্ধীর দূতের


শনিবার কেন্দ্রে এনডিএ জোটের চার বহচর পূর্তি উপলক্ষ্যে রাহুল গান্ধীর দূত হিসেবে কলকাতায় এলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাকিল আহমেদ। এদিন কলকাতায় বিধান ভবনে কংগ্রেস আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ভাষণের সম্পূর্ণটাই ছিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে আক্রমন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একবারের জন্যেও তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কোনো শব্দ খরচ করেননি তিনি। উল্টে তাঁকে সাংবাদিকরা নানা কুশলী প্রশ্ন করে উত্তেজিত করতে চাইলেও অভিজ্ঞ এই রাজনীতিবিদ কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের মতান্তরকে  ‘লোকাল ইস্যু’ বলে পাশ কাটিয়ে গেলেন। এদিন দেশজুড়ে রাহুল গান্ধীর নির্দেশে ‘বিশ্বাসঘাতকতা দিবস’ পালন করেছে কংগ্রেস। কলকাতা সহ এ রাজ্যের বিভিন্ন প্রান্তেও ‘বিশ্বাসঘাতকতা দিবস’ পালিত হয়েছে। এদিন প্রাজ্ঞ এই কংগ্রেস নেতা বললেন, ”আমাদের একটাই লক্ষ্য, বিজেপিকে হারানো। কর্ণাটকে কুমারস্বামীর শপথগ্রহণে অবিজেপি রাজনৈতিক দলগুলির এক মঞ্চে আসা অবশ্যই একটা বার্তা দিয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!