এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অধীর গড়ে সিপিএম কর্মীর পরিবারের উপর হামলা, অভিযোগ তৃণমূলের দিকে!

অধীর গড়ে সিপিএম কর্মীর পরিবারের উপর হামলা, অভিযোগ তৃণমূলের দিকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দ্বিতীয় দফার নির্বাচনের পর এবার তৃতীয় দফার নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলা। কিন্তু একের পর এক দফা শেষ হয়ে গেলেও পরিস্থিতি ক্রমশ উত্তেজিত হতে শুরু করেছে। এবার তৃতীয় দফার নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল এলাকা। যেখানে ডোমকলের সিপিএম কর্মীর বাড়িতে হামলা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও বা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

জানা গেছে, সিপিএমের হয়ে প্রচার করার কারণে ডোমকলের সিপিএম কর্মী রেফাজুদ্দিন মন্ডলের বাড়িতে হামলা করা হয়েছে। যেখানে তার বাড়িতে থাকা আসবাবপত্র ভেঙ্গে দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। সিপিএমের অভিযোগ, এলাকার এক তৃণমূল কাউন্সিলরের মদতে এই হামলা হয়েছে। বলা বাহুল্য, নির্বাচনের মরসুমে বিভিন্ন সময়ে তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষ সামনে আসতে শুরু করেছে। কিন্তু এবার সিপিএমের পক্ষ থেকে এই ঘটনায় যেভাবে তৃণমূলের দিকে অভিযোগ তোলা হল, তাতে যথেষ্ট অস্বস্তিতে ঘাসফুল শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিকে এই প্রসঙ্গে আহত সিপিএম কর্মীর বাবা রেফাজুদ্দিন মন্ডল বলেন, “আমি সিপিএম করি বলে অত্যাচার করেছে। তৃণমূলের গুণ্ডাবাহিনীরা এসব করেছে। আমাদের কাউন্সিলর এসে হুমকি দিয়ে গালাগালি করেছে।” এদিকে এই ব্যাপারে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ডোমকুলের সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “ভোটের আগে তৃণমূল এই ধরনের কাজ করছে। কমিশনের নজর দেওয়া উচিত। আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে।”

তবে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য সেই ঘটনাকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে ডোমকলের তৃণমূল নেতা আশরাফুল বিশ্বাস বলেন, “এটা জমিসংক্রান্ত বিবাদ। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। আমাদের কর্মীরা আহত হয়েছে।” তবে যে যাই বলুন না কেন, পরিস্থিতি যে তৃতীয় দফার নির্বাচনের আগে ক্রমশ জটিল হতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না।

বিধানসভা নির্বাচনের আগে এমনিতেই বিভিন্ন এলাকা উত্তপ্ত হতে শুরু করেছে। তবে এবার যেভাবে সিপিএম ও তৃণমূলের সংঘর্ষ সামনে এল, তাতে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাময় হয়ে গিয়েছে ডোমকলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!