এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > অধীর-গড়ে দ্রুত পায়ের তলায় জমি হারাচ্ছে বিজেপি? এবার লাগল কোন বড় ধাক্কা? জেনে নিন বিস্তারে!

অধীর-গড়ে দ্রুত পায়ের তলায় জমি হারাচ্ছে বিজেপি? এবার লাগল কোন বড় ধাক্কা? জেনে নিন বিস্তারে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২১ শে জুলাই তৃণমূল দলের শহীদ দিবসের ভার্চুয়াল মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ত্যাগ বিজেপি ও অন্যান্য দলে চলে যাওয়া প্রাক্তনীদের পুনরায় তৃণমূল দলে প্রত্যাবর্তনের আবেদন জানিয়েছিলেন। সেই সঙ্গে তিনি আবেদন জানিয়েছিলেন অন্য দলের সদস্যদের তৃণমূলে দলে যোগদানের। মুখ্যমন্ত্রীর এই বিশেষ বার্তাদানের পর তৃণমূল দলের রাজনৈতিক উপদেষ্টা পিকে তৃণমূলের সংগঠনের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছিলেন, দলের সাংগঠনিক শক্তিবৃদ্ধি করতে। আর এরপর থেকেই অন্য দল ত্যাগ করে তৃণমূল দলে যোগদানের একটা হিড়িক লক্ষ্য করা যাচ্ছে।

বিজেপি, সিপিএম, কংগ্রেসের বহু সদস্য পূর্ব দল ছেড়ে যোগদান করছে শাসক দল তৃণমূলে। সম্প্রতি অধীর গড় বলে পরিচিত মুর্শিদাবাদে দেখা গেল এক বিরাট দলবদল পর্ব। প্রসঙ্গত, দুদিন আগেই তৃণমূল, বিজেপি ছেড়ে বেশকিছু সদস্য যোগদান করেছিলেন কংগ্রেস দলে। আর এবার বিজেপিতে ভাঙ্গন ধারালো তৃণমূল। বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন চারশোরও বেশি বিজেপি সদস্য। এমনটাই জানানো হল শাসকদল তৃণমূলের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অধীর গড় বলে পরিচিত মুর্শিদাবাদ জেলার রেজিনগরে চললো দলবদলের এই অনুষ্ঠান। বিজেপি করে সদ্য তৃণমূলে যোগদানকারী নবাগত তৃণমূল সদস্যদের হাতে তুলে দেয়া হলো তৃণমূলের দলীয় পতাকা। তৃণমূলে যোগদানকারী প্রাক্তন বিজেপি সদস্যরা তাদের দলবদলের কারণ প্রসঙ্গে জানলেন যে, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগদান করেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে তাঁরা সামিল হবার আশা প্রকাশ করছেন।

মুর্শিদাবাদের রেজিনগরের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী। মুর্শিদাবাদ জেলা কোঅর্ডিনেটর অরিত্র মজুমদার ও তৃণমূলের বেলডাঙ্গার ব্লক সভাপতি আবু শহিদ প্রমুখরা। এতজন বিজেপি কর্মী একযোগে তৃণমূলে যোগদান করাতে আনন্দ-উৎসব চলল তৃণমূল পাটি অফিসে।

শাসকদল তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এখনো পর্যন্ত ১০ হাজারেরও বেশি বিজেপি কর্মী রাজ্যের বিভিন্ন স্থান থেকে তৃণমূল দলে যোগদান করেছেন। তৃণমূল দলে যোগদান করেছেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান প্রভৃতি জেলা থেকে অসংখ্য বিজেপি কর্মী যোগদান করেছেন তৃণমূলে, এমনটাই দাবি শাসকদলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!