এখন পড়ছেন
হোম > রাজ্য > আবার অধীর চৌধুরীর সঙ্গে বিজেপি যোগের জল্পনা বাড়ালেন শুভেন্দু অধিকারী

আবার অধীর চৌধুরীর সঙ্গে বিজেপি যোগের জল্পনা বাড়ালেন শুভেন্দু অধিকারী


হেভিওয়েট তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে ফের একবার বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেল। এদিন রেজিনগর রেল স্টেশানে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটি প্রতিবাদ সভা। সেখানেই হাজির ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক-মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিল মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি সুব্রত সাহা এবং জেলা তৃণমূল বিধায়কবৃন্দের উজ্জ্বল উপস্থিতি।  ২১-শে জুলাই-এর মঞ্চে মুর্শিদাবাদের দুই কংগ্রেস বিধায়ক আবু তাহের খান আখরুজ্জমান তৃণমূলে যোগ দেওয়ার পর এদিন প্রথম তৃণমূলের সভায় উপস্থিত ছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

 

 অভিযোগের তীর  কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দিকে সটান ঘুরিয়ে বলেন,তাঁর পরামর্শে  হুমায়ুণ কবীরের মতো একজন নেতা বিজেপিতে গিয়ে যোগ দিয়েছেন। সঙ্গে হুমায়ুণ কবীরকেও এ প্রসঙ্গে বিঁধতে ভুললেন নেতা তৃণমূলের এই দাপুটে নেতা। গর্জে উঠে জানালেন,পঞ্চায়েত ভোটে বুথে কর্মী দিতে না পারায় ভোট থেকে সরে বিজেপিতে গিয়ে ভীড়েছেন প্রাক্তনমন্ত্রী হুমায়ুন কবীর। সংযমের গন্ডী পার করে ‘পচা মাল’ বলে সম্বোধণও করলেন হুমায়ুন সাহেবকে। জানালেন, হুমায়ুন কবীরের মতো পচা মালকে তৃণমূলকে ফেলে দিয়েছেন বলেই বিজেপি তাকে গ্রহন করেছে। এজন্যে বিজেপিকে ধন্যবাদ জানাতেও ভুললেন না তিনি। শুভেন্দু অধিকারীর দিকে ফের অভিযোগ তুলে জানালেন যে,কংগ্রেস সভাপতি নাকি উওরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজির সঙ্গেও বৈঠক করে এসেছেন। এই অধীর চৌধুরীই প্ররোচনায় হুমায়ুন কবীর এবং দক্ষিণ দিনাজপুরের কংগ্রেস সভাপতি বিজেপি শিবিরের টিকিট কেটেছেন।

এদিনের সভামঞ্চ থেকে সরাসরি বিজেপি সরকারের বিভাজন নীতির বিরুদ্ধে সরব হলেন মন্ত্রী। জানালেন, তৃণমূলের পাশে বাংলার মানুষ রয়েছে। বিজেপি আসলে জঞ্জাল পার্টি। কিছুদিন আগে রেজিনগরে যাঁরা(রাজ্য বিজেপি) সভা করেছিলেন তাঁদের ‘পচা ডিম’ বলে সম্বোধন করলেন তিনি। এছাড়া কটাক্ষের ভঙ্গিতে দিলীপ ঘোষদের  তোপ দেগে বললেন,দেশকে রক্ষা করতে হলে আগামী লোকসভা ভোটে বিজেপি হটাতে হবে। কৃষিঋণ মুকুব,কেরোসিন,পেট্রোল,ডিজেল,রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির মতো একাধিক ইস্যুতে এদিন মোদীসরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গেল জেলা তৃনমূল নেতৃত্বকে। দিলীপ ঘোষ নাকি বিজেপির রাজ্য সভাপতি হয়েও ডিগ্রী জাল করেন। এবং একটার পর এক মিথ্যাচার করেই যাচ্ছেন। সেদিনের সভায় দাঁড়িয়ে গন্ডায় গন্ডায় মিথ্যে বলেছেন দিলীপ ঘোষ,এমনটাই অভিযোগ করলেন শুভেন্দু বাবু।

দিন কয়েক আগে মেদিনীপুরের জনসভায় দাঁড়িয়ে মোদীজি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন যে,এ রাজ্যে তৃণমূলের সিন্ডিকেট রাজত্ব চলছে। শুভেন্দুবাবু সে প্রসঙ্গ তুলেও পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকারকে। জানালেন, তৃণমূল কংগ্রেসকে কোনোকালেই সিন্ডিকেট করতে হয় না,বাকি রাজনৈতিক দলগুলো সিন্ডিকেট চালায়। এর পাশাপাশি এটাও দাবী করেন যে,২০১৯ এ নাকি প্রধানমন্ত্রী পদে রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলগুলো। অর্থাৎ আগামী লোকসভা ভোটে বিজেপিকে উৎখাত করাই হবে একমাত্র লক্ষ্য। এর সঙ্গেই দলীয় কর্মী-সমর্থকদের কড়া বার্তা দিয়ে জানালেন যে, ২০১৯-এ লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে যিনি দাঁড়াবেন তাকে জেতানোর দায়িত্ব নাকি জেলা তৃণমূল কর্তৃপক্ষের। এছাড়া হুঁসিয়ারী মন্তব্যে অধীর চৌধুরীদের হারানোর চ্যালেঞ্জও ছুৃঁড়ে দিলেন এদিন মঞ্চ থেকে। এই প্রসঙ্গেই জানালেন যে এবারের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থীই দিতে পারেনি। মানুষ যে কংগ্রেসের সাথে নেই এই নজিরে তার ইঙ্গিতই স্পষ্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!