এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > অধীরকে গুরুত্ব নয়, মহাজোটের প্রস্তুতির মাঝেই বড় বার্তা কুনালের!

অধীরকে গুরুত্ব নয়, মহাজোটের প্রস্তুতির মাঝেই বড় বার্তা কুনালের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি বিরোধী মহাজোট তৈরি করতে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো এক ছাতার তলায় আসতে শুরু করেছে। তবে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে যেমন লড়াই হচ্ছে, তেমনই লড়াই হবে বলে জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আর এই পরিস্থিতিতে এবার অধীর চৌধুরীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তার দাবি, অধীর চৌধুরীর সর্বভারতীয় কংগ্রেস শিবিরে কোনো গুরুত্ব নেই। তার মত নেতাকে কর্নাটকে প্রচারের কাজে লাগায় না জাতীয় কংগ্রেস। তাই তিনি কি বললেন, তাতে কিছু এসে যায় না।

প্রসঙ্গত, এদিন অধীর চৌধুরীকে নিয়ে কুনাল ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “যখন সর্বভারতীয় রাজনীতিতে বিরোধী মহাজোট তৈরি হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ফোন করবেন, তখন কে এই অধীর চৌধুরী! যেখানে কর্নাটকে স্টার বক্তাদের মধ্যে বাংলার কোনো নেতাকে রাখা হয় না, সেখানে এদের কথার কোনো গুরুত্ব আছে বলে মনে করি না।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে কুনাল ঘোষ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বাংলায় অধীর রঞ্জন চৌধুরীরা যে রাজনীতি করছেন, তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়ছে। তাই সেই গ্রহণযোগ্যতায় জাতীয় কংগ্রেস অবশ্যই গুরুত্ব দেবে। কিন্তু বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাদের গুরুত্ব দিচ্ছে কি দিচ্ছে না, তাতে কিছু এসে যায় না তৃণমূল কংগ্রেসের বলেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন কুনাল ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!