এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আদি-নব্যর দ্বন্দ্ব এবার চিঠির আকারে রাজ্য বিজেপি সভাপতির হাতে, জল্পনা চরমে

আদি-নব্যর দ্বন্দ্ব এবার চিঠির আকারে রাজ্য বিজেপি সভাপতির হাতে, জল্পনা চরমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে লড়াই যখন তুঙ্গে, সেসময় গেরুয়া শিবিরের পক্ষ থেকে যারা সামনের সারিতে এসে লড়াই চালাচ্ছেন তাঁরা প্রত্যেকেই তৃণমূল শিবির থেকে গেরুয়া শিবিরে আসা নেতা। যাদের মধ্যে বর্তমানে ময়দানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে। স্বাভাবিকভাবেই এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু ও রাজীবকে যে গেরুয়া শিবির পুরোপুরি কাজে লাগাতে যাচ্ছে তা পরিষ্কার। কিন্তু প্রশ্ন উঠছে সেই সব নেতাদের নিয়ে যারা শুরু থেকে গেরুয়া শিবিরের হয়ে লড়াই চালিয়েছেন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গেরুয়া শিবিরের আদি এবং নব্য লড়াই। এই নিয়ে শাসক শিবিরের কটাক্ষও চলছে পুরোদমে।

এবং গেরুয়া শিবিরের অন্তর্কলহ এবার প্রবেশ করল পত্রবোমার মাধ্যমে দিলীপ ঘোষের হাতে। প্রসঙ্গত, গেরুয়া শিবির একুশের বিধানসভা নির্বাচনে লড়াই চালাতে সংগঠনের জোর বাড়িয়ে চলেছে। আর সেক্ষেত্রে তৃণমূলের ঘরে তাঁরা মাঝেমাঝেই ভাঙন ধরাচ্ছে। কিন্তু এতে সমস্যা গেরুয়া শিবিরেরও বাড়ছে। ইতিমধ্যেই দলের অনেক আদি নেতাকর্মীরা নতুনদের দলে আশায় যথেষ্ট ক্ষুব্ধ। আর তাই এবার ভোটের মুখে ঘর সামলানোর আবেদন এসেছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কাছে। সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়, শীলভদ্র দত্ত থেকে শুরু করে দীপক হালদারসহ শতাধিক জনপ্রতিনিধি।

শুধু ওপর তলাতেই নয়, তৃণমূলের নিচের তলাতেও চলছে দলবদল। কিন্তু গেরুয়া শিবিরের পুরনো নেতারা নিচুতলার নিচুতলার বহু নেতাকর্মীর প্রবেশ মেনে নিতে পারছেননা। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এই নিয়ে শুরু হয়েছে দেওয়াল লিখন ও পোস্টার। একসময় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপি আদি নেতাদের রোষের মুখে পড়েছিলেন মুকুল রায়। কারণ তাঁর হাত ধরে অনেক নেতারাই তৃণমূলে এসেছিলেন। বিজেপি নেতাদের দাবি, যারা এতদিন দলকে বাঁচিয়ে রেখেছেন তাঁরা বর্তমানে যোগ্য সম্মান পাচ্ছেননা। কিন্তু তৃণমূল থেকে আসা নেতা বিজেপিতে যোগদান করেই পেয়ে যাচ্ছেন সমস্ত দায়িত্ব এবং পছন্দসই পদ। আর এখানেই বেঁধেছে যত গোল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশ কিন্তু ইতিমধ্যেই আশঙ্কা শুরু করেছে, তৃণমূল থেকে গেরুয়া শিবিরের নেতাকর্মীদের আনাগোনা যদি বেড়ে যায় দিন দিন, তাহলে কিন্তু গেরুয়া শিবিরের নেতাকর্মীরা এবার মুখ ঘুরিয়ে চলে যেতে পারেন হয় তৃণমূলে  কিংবা ভোটের মুখে তাঁরা হয়ে যেতে পারেন নিষ্ক্রিয়। আর তাই এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির সভাপতির হস্তক্ষেপ চেয়ে তাঁঁকে চিঠি দিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দোপাধ্যায়।

বিশেষজ্ঞদের মতে, যেভাবে বিজেপির স্পটলাইটে উদ্ভাসিত হচ্ছেন তৃণমূল থেকে আগত নেতারা, তা গেরুয়া শিবিরের আদি নেতারা যে মোটেই ভালভাবে নিচ্ছেন না সে কথা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। এবং এই ঘটনা প্রবাহ যদি চলতে থাকে, তাহলে আগামী দিনে গেরুয়া শিবির দ্বিখন্ডিত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপাতত দেখার, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই চিঠির পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করেন!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!