এখন পড়ছেন
হোম > জাতীয় > “আদিবাসীদের সম্মান দিয়েছেন মোদীজি, এরা পেছনে বসায়” রাজ্যের চাপ বাড়ালেন শুভেন্দু!

“আদিবাসীদের সম্মান দিয়েছেন মোদীজি, এরা পেছনে বসায়” রাজ্যের চাপ বাড়ালেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই তাদের ভাষাকে পাঠ্যপুস্তক রাখার দাবি নিয়ে রাস্তায় নেমেছেন আদিবাসী সমাজ। আর সেই ঘটনাকে হাতিয়ার করেই এবার রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে প্রধানমন্ত্রী জনজাতি মূলবাসীদের প্রকৃত সম্মান দিয়েছেন বলে দাবি করলেন তিনি। পাশাপাশি রাজ্যের সরকার আদিবাসীদের পেছনের সারিতে বসায় বলেও অভিযোগ করতে দেখা গেল বিরোধী দলনেতাকে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এরা আদিবাসীকে পেছনের সারিতে বসায়, আর প্রধানমন্ত্রী মোদীজি এই সমাজকে স্বীকৃতি দিয়েছেন। দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন। বীরসা মুন্ডার জন্ম দিবসকে গৌরবময় দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে আদিবাসীদের প্রকৃত সম্মান যে কেন্দ্রীয় সরকার দেয় এবং রাজ্য সরকার যে তাদের অসম্মান করে, তা বোঝানোর চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!