এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আদিবাসী দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর গলায় আকুণ্ঠ প্রশংসা আদিবাসী ভাই-বোনেদের জন্য

আদিবাসী দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর গলায় আকুণ্ঠ প্রশংসা আদিবাসী ভাই-বোনেদের জন্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট গত সোমবার ছিল বিশ্ব আদিবাসী দিবস। আর সেই উপলক্ষে ঝাড়গ্রামে আয়োজন করা হয়েছিল একাধিক অনুষ্ঠান এবং কর্মসূচির। এই অনুষ্ঠানে যোগ দিত্বা ঝাড়গ্রামে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ব্যাপক জয়ের পর আজ প্রথম ঝাড়গ্রামে পা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে যেখানে অনেকটাই পিছিয়ে পড়েছিল তৃণমূল বিজেপির থেকে, বিধানসভা নির্বাচনে কার্যত ঘুরে দাঁড়িয়েছিল তৃণমূল, আর এমন ঘুরেছে যেখানে বিজেপি হয়ে গেছে শূন্য। খুব স্বাভাবিকভাবেই ঝাড়গ্রামের আদিবাসীদের জন্য মুখ্যমন্ত্রীর গলায় আজ ছিল প্রশংসার সুর।

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঝাড়গ্রামে একাধিক অনুষ্ঠান ও কর্মসূচিতে যোগ দিয়ে আদিবাসী ভাই বোনদের কথা তুলে ধরেছেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। এই প্রসঙ্গে তিনি ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় গড়ে তোলা থেকে শুরু করে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। একই সাথে মাওবাদী হামলায় মৃতদের পরিবারকে চাকরি দেওয়া হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, আদিবাসীদের জন্য 2013 সাল থেকে আলাদা বিভাগ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই আদিবাসীদের অধিকার কেউ খর্ব করতে পারবেনা, এমনকি আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবেনা বলেও  জানান মুখ্যমন্ত্রী। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুয়ারে সরকার প্রকল্প বছরে দুবার হবে। আর কিছুদিনের মধ্যেই দুয়ারে সরকার বসতে চলেছে জেলায় জেলায়। যেখানে লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করার ফর্ম পাওয়া যাবে। একইসাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারী প্রকল্পের মাধ্যমে আবেদন করলে এক মাসের মধ্যেই তপশিলি শংসাপত্র পাওয়া যাচ্ছে। পাশাপাশি আদিবাসীদের সারনা ধর্ম ও সারি ধর্মের জন্য তিনি কেন্দ্রকে চিঠি দিয়েছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি জানান, বাংলার মানুষের জন্য কাজ করছে তৃণমূল সরকার। কার্যত আদিবাসীদের সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব তুলে নিয়েছে রাজ্য সরকার আর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন ঝাড়গ্রামের মানুষকে। বিশেষজ্ঞরা মনে করছেন, আদিবাসী দিবসকে উপলক্ষ করে মুখ্যমন্ত্রী কার্যত এদিন একুশের বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ঝাড়গ্রামের মানুষকে ধন্যবাদ জানিয়ে তাঁদের জন্য আরো বেশ কিছু সুবিধা নিয়ে এলেন পুরস্কারস্বরূপ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!