এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আদিবাসী দিবস উপলক্ষ্যে তৃণমূলকে খোঁচা বিজেপির, টুইট করলেন দিলীপ ঘোষ

আদিবাসী দিবস উপলক্ষ্যে তৃণমূলকে খোঁচা বিজেপির, টুইট করলেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের প্রথম থেকেই জঙ্গলমহলকে অন্যতম টার্গেট করেছিল তৃণমূল। লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে তৃণমূল গেরুয়া শিবিরের কাছে অনেকটাই পর্যুদস্ত হয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল।  জঙ্গলমহল, ঝাড়গ্রাম কার্যত বিজেপি শূন্য করে দিয়েছে তৃণমূল। নির্বাচনের ফলাফল বেরোনোর পর এই প্রথমবার আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে সরকারি কর্মসূচি উপলক্ষে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দুটো নাগাদ ঝাড়গ্রাম স্টেডিয়ামে এই কর্মসূচির সূত্রপাত হয়। কিন্তু তার আগেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ নতুন বিতর্কে উত্থাপন করলেন।

কার্যত তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীকে প্রায়ই অনুদান কিংবা প্রকল্পের ঘোষণা করতে দেখা যায়। আর তাই নিয়েই এদিন স্পষ্ট খোঁচা দিলেন রাজ্য বিজেপি সভাপতি। এদিন টুইট করে দিলীপ ঘোষ লিখেছেন, “দান নয়, অনুদান নয়, সংকল্প হোক ন্যায্য অধিকারের।” কার্যত তৃণমূলের দাবি, গেরুয়া শিবিরের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির কথাই বলা হচ্ছে। তবে একথা সত্যি রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তামাম বিরোধীদের একটাই অভিযোগ, রাজ্যে কর্মসংস্থান যেখানে নেই, সে জায়গায় বিভিন্ন খয়রাতি করে অনুদান দিয়ে তৃণমূল ভোট কেনার ব্যবস্থা করে। বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত এলাকায় বিভিন্ন সমস্যা নিয়ে স্থায়ী সমাধান করতে চেয়েছিল বিজেপি।

কিন্তু বিজেপির প্রতিশ্রুতি যাই থাকুক না কেন, তা যে একুশের নির্বাচনে কাজ করেনি তা স্পষ্ট। 19 এর লোকসভায় তৃণমূল ধাক্কা খাওয়ার পর 21 এর ভোটে পুরোপুরি ঘুরে দাঁড়ায় এবং কার্যত ঝাড়গ্রাম বিধানসভা বিজেপি শূন্য হয়ে যায়। বরাবরই আদিবাসীদের উন্নয়ন নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন। জয় জোহার প্রকল্প থেকে শুরু করে অলচিকি হরফকে সরকারি ক্ষেত্রে মর্যাদা দেওয়া- সবই আদিবাসী উন্নয়নের সাফল্য হিসেবেই দেখছে তৃণমূল শিবির। আজকেও আদিবাসী দিবস উপলক্ষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট আদিবাসী মানুষকে সম্মান জানানোর পাশাপাশি কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপির অভিযোগ, আদিবাসী সমাজের উন্নয়নের ভিত তৈরিতে এগোয়নি তৃণমূল সরকার। কিন্তু বিশেষজ্ঞদের একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করার পর থেকেই কিন্তু জঙ্গলমহল আস্তে আস্তে শান্ত হয়েছে। কার্যত জঙ্গলমহলে যেভাবে একটা সময় মাওবাদী সমস্যা ব্যাপকভাবে দেখা গিয়েছিল, আজকে সেই পরিস্থিতি একেবারে শূন্য হয়ে গিয়েছে। কয়েকদিন আগেও জঙ্গলমহলের একাধিক জেলায় মূলস্রোতে ফিরতে চেয়ে আত্মসমর্পণ করেছেন মাওবাদীরা। এবং তাঁদেরকে হোম গার্ডের কাজেও নিয়োগ করেছে রাজ্য সরকার। কিন্তু তা সত্বেও বিজেপির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানের রাজনীতিকে তোষণ বলেই ধরতে চায় গেরুয়া শিবির।

অন্যদিকে আজকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ঘোষণার কিস্তি প্রদান হয়েছে। এক্ষেত্রেও বিজেপি তৃণমূলকে পাল্লা দিচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। কার্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আদিবাসীদের জন্য চিন্তা করছেন বা প্রকল্প নিয়েছেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বোঝানো হচ্ছে, সরকারের পক্ষ থেকে কোনো কাজের ক্ষেত্রে কখনো ভাগাভাগি হয়না। সব মিলিয়ে আদিবাসী দিবসকে ঘিরেও তৃণমূল এবং বিজেপির চাপানউতোর সমানভাবে বজায় রইল। প্রসঙ্গত জঙ্গলমহল থেকে বিজেপি নির্মূল হয়ে যাওয়ার পরেও তৃণমূলকে কটাক্ষ করতে তাঁরা বিন্দুমাত্র সুযোগ ছাড়তে রাজি নয় বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!