এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আদিবাসী মন পেতে নতুন পদক্ষেপ তৃণমূলের! মাংস-ভাত খেয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন আদিবাসী সমাজ

আদিবাসী মন পেতে নতুন পদক্ষেপ তৃণমূলের! মাংস-ভাত খেয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন আদিবাসী সমাজ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলার আদিবাসী জনজাতি এবং উপজাতিদের মন পেতে রাজ্যের শাসক শিবির বিভিন্ন নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। শুরু হয়েছে, নতুন রাজনৈতিক কর্মসূচি আদিবাসীদের মনের কথা জানার জন্য। অন্যদিকে শাসকদলের এই রাজনৈতিক পরিকল্পনায় সাড়া দিতে রাজ্যের বিভিন্ন আদিবাসী এলাকা থেকে উঠে এসেছে বিভিন্ন সমস্যা। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির কিন্তু এই তপশিলি জাতি-উপজাতিদের ভোটেই নিজেদের ঝুলি ভরিয়েছে বলে মনে করা হচ্ছে। তপশিলি জাতি এবং জনজাতি অধ্যুষিত এলাকায় বিভিন্ন সমস্যার খোঁজ পেতে তাই এবার আগেভাগেই রাস্তায় নেমেছে তৃণমূল।

‘জহর থেকে জাহার’ নামক একটি পদযাত্রার সূচনা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সপ্তাহখানেক ধরে এই পদযাত্রা চলবে বলে জানা গেছে। এই পদযাত্রায় যোগ দিয়েছেন সম্প্রতি রাজ্য তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু। বিভিন্ন আদিবাসী এলাকায় তিনি ঘুরে স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যার কথা জানছেন। সেই অনুযায়ী ঘটনাস্থল থেকেই দেবু টুডু বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত 24 শে নভেম্বর আউশগ্রামের সাহেবডাঙা গ্রাম থেকেই শুরু হয়েছে এই কর্মসূচি। 30 শে নভেম্বর জামালপুরের নবগ্রামে এই কর্মসূচি শেষ হতে চলেছে।

এই পদযাত্রায় জেলার 100 টি আদিবাসী গ্রামের কাছে পৌঁছানো লক্ষ্য তৃণমূলের। রবিবার কালনার আগ্রাদহ, পাঁচরখি, হাসনহাটি, আমদাবাদ, তালা, টোলা, বালিন্দর, বড়ধামাসের মতন গ্রামগুলি দিয়ে এই পদযাত্রা চলে। এই কর্মসূচিতে সরকারি সাহায্য মানুষ কতটা পাচ্ছেন, কতটা উন্নয়নের হাত ধরতে পারছেন আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষেরা সে সম্পর্কে পূর্ণ বিবরণ শুনছেন দেবু টুডু। কোথাও কোনো সমস্যা থাকছে কি না, সে ব্যাপারেও তিনি জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। রাতে তিনি যে কোন গ্রামের মোড়লের বাড়িতেই রাত কাটাচ্ছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, বিভিন্ন এলাকায় মানুষ হাতের কাছে জনপ্রতিনিধিকে পেয়ে সমস্যার কথা তুলে ধরছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শনিবার কালনা-1 ব্লকে সূর্যপুর গ্রামের প্রায় 25 টি পরিবার থেকে অভিযোগ করা হয়, আবেদন করা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাঁরা জমির পাট্টা পাচ্ছেন না। ঘটনাস্থল থেকেই দেবু টুডু সোজাসোজি কালনা-1 ব্লকের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা বলেন। আধিকারিকের সঙ্গে কথা বলে বাসিন্দাদের সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন তৃণমূল নেতা। এরপর ভাতারের গর্দানমারিতে দুশোটি আদিবাসী পরিবারের অনেকেই দাবি করেন, তাঁরা যেখানে দীর্ঘদিন ধরে বাস করছেন, সেখানকার কোন পাট্টা নেই অনেকেরই। এ প্রসঙ্গে জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সঙ্গে সাথে সাথেই কথা বলেন দেবুবাবু এবং কথা বলার পর তিনি জানান ভাতারের গর্দারমারি এলাকার বেশ কিছুটা জায়গা অন্য ব্যক্তির মালিকানাধীন।

তাই মালিকপক্ষের সঙ্গে কথা না বলে সমস্যা মেটানো সম্ভব নয়। অন্যদিকে কালনা 2 ব্লকের একটি গ্রামের বাসিন্দারা এদিন অভিযোগ জানান, জাহের স্থানের জন্য জমি মিলছেনা। ভাতার, মেমারি, কালনা ১, আউশগ্রামের বিভিন্ন গ্রামে অনলাইনে তপশিলি উপজাতিদের শংসাপত্রের জন্য আবেদন করতে গিয়ে বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানান এখানকার বাসিন্দারা। শুধু তাই নয়, স্বাস্থ্য সাথীর কার্ড না পাওয়া, শিল্পী ভাতা না পাওয়ার মতো বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন বহু মানুষ। পাশাপাশি এই কর্মসূচিতে নিকাশি রাস্তা, পানীয় জলের সমস্যার কথা বেশ কিছু এলাকা থেকে উঠে এসেছে। এ প্রসঙ্গে রবিবার দেবু টুডু জানান, অনলাইনে লিংক না থাকার জন্য সমস্যা হচ্ছে।

তবে রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছে, অফলাইনেও তপশিলি উপজাতিদের শংসাপত্র দেওয়া হবে। এছাড়াও রাজ্যের শিল্পী ভাতা বাড়ানোর প্রচেষ্টা চলছে বলে জানান তিনি। সব মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে আদিবাসী জনজাতির মন পেতে কোমর বেঁধে আসরে নেমেছে তৃণমূল। আর সেই সূত্রেই একের পর এক কর্মসূচির দেখা মিলছে। অন্যদিকে মনে করা হচ্ছে এতদিন যাবৎ বিভিন্ন কর্মসূচী বা প্রকল্প নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। আর সেক্ষেত্রে দোষারোপ করা হয়েছে শাসক দলকে। আর তারই ফলস্বরূপ মানুষের ক্ষোভ মেটাতে পথে নেমেছে রাজ্যের বিভিন্ন জনপ্রতিনিধি।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!