এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আদিবাসী পরিবারে মমতার রান্না নিয়ে কটাক্ষ সুজনের, জেনে নিন

আদিবাসী পরিবারে মমতার রান্না নিয়ে কটাক্ষ সুজনের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই জনসংযোগে জোর দিতে দেখা যাচ্ছে প্রতিটি রাজনৈতিক দলকে। তাই প্রতিমাসে নিয়ম করে রাজ্যে আসছেন বিজেপির শীর্ষ নেতা নেত্রীরা। কিছুদিন আগেই সর্বভারতীয় বিজেপি চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফর সেরে গিয়েছেন। যেখানে বীরভূমে গিয়ে পদযাত্রা করেছেন তিনি। আর তার পাল্টা তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সেই বোলপুরে পদযাত্রা করেছেন। আর বুধবার কলকাতা ফিরে যাওয়ার আগে বীরভূমের আদিবাসী গ্রামে গিয়ে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

শুধু তাই নয়, যেখানে আদিবাসী পরিবারের সঙ্গে মিশে গিয়ে তাদের করা রান্নায় হাত মেলালেন বাংলার প্রশাসনিক প্রধান। যেখানে খুন্তি নেড়ে রীতিমতো রান্না করতে দেখা গেল তৃণমূল নেত্রীকে। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে কাছে পেয়ে রীতিমত উজ্জীবিত সেই সমস্ত পরিবারগুলো। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন খুন্তি নেড়ে নিজেকে মানুষের কাছের লোক বলে বার্তা দেওয়ার চেষ্টা করছেন, ঠিক তখনই এই ইস্যুতে এবার তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। যাকে কেন্দ্র করে এবার নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন করেন সিপিএমের সুজন চক্রবর্তী। তিনি বলেন, “হয়ত বা রান্না করার সুযোগ কম। তাই করেছেন। কিন্তু উনি বোলপুরে রান্না করেছেন, আর কলকাতায় এসে ওনাকে জিনিসের দাম কমাতে হবে।” যত বেশি টাস্কফোর্স হচ্ছে, তত জিনিসের দাম বাড়ছে। বর্তমানে জিনিসের দাম আকাশছোঁয়া। তাই সেটা কমানোর দিকে নজর দেওয়া উচিত।” পর্যবেক্ষকরা বলছেন, সুজন চক্রবর্তী একথা বলে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন।

যেখানে বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদিবাসী পরিবারের বাড়িতে গিয়ে এই ধরনের জনসংযোগের হাতিয়ার করে তৃণমূল জোরদার প্রচার করতে শুরু করেছে, সেখানে সুজন চক্রবর্তীর এই ধরনের মন্তব্য শাসকদলের অস্বস্তিকে ব্যাপকভাবে বাড়িয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা বর্তমানে সত্যি সত্যিই জিনিসের দাম আকাশ ছোঁয়া। তাই সেই জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে তৃণমূল যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনদরদি ভাবমূর্তি নিয়ে প্রচার করার চেষ্টা করুক না কেন, সুজন চক্রবর্তীর দাবির পর সেই ইস্যুতে তৃণমূল কংগ্রেস তাদের প্রচারের হাওয়া হারিয়ে ফেলবে বলেই দাবি একাংশের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!