এখন পড়ছেন
হোম > রাজ্য > অ্যাডিনো ভাইরাসে আতঙ্ক নয়, জনগণকে আশ্বস্ত করলেন মমতা!

অ্যাডিনো ভাইরাসে আতঙ্ক নয়, জনগণকে আশ্বস্ত করলেন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনার পর এবার নতুন আতঙ্কের নাম অ্যাডিনো ভাইরাস। ইতিমধ্যেই বেশ কিছু হাসপাতালে শিশুদের আক্রান্ত হওয়ার খবর আসছে। অন্যদিকে শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠছে রাজ্য। আর এই পরিস্থিতিতে এবার সেই ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে, তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অযথা এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

সূত্রের খবর, এদিন এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে হেল্পলাইন নম্বরের কথা ঘোষণা করে দেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জানা গিয়েছে, এই ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হেল্প লাইন নম্বর হয়েছে। যার নম্বর, 1800313444222। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “12 টি কেসের মধ্যে মাত্র দুটি ক্ষেত্রে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। সব রকম প্রস্তুতি রাজ্য সরকারের রয়েছে। আমাদের 5 হাজার বেড তৈরি হয়েছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভয় পাওয়ার কোনো কারণ নেই।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে ভাইরাস মোকাবিলায় যে রাজ্য সরকার সব রকম পদক্ষেপ গ্রহণ করছে, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!