এখন পড়ছেন
হোম > রাজনীতি > আদালতের নির্দেশ অমান্য, ফের কমিশনের বিরুদ্ধে মামলা! জেনে নিন!

আদালতের নির্দেশ অমান্য, ফের কমিশনের বিরুদ্ধে মামলা! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আদালতের নির্দেশের কারণে বেশ কিছুদিন চার পৌরনিগমের ভোট পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী 12 ই ফেব্রুয়ারি 4 পৌরসভার নির্বাচন হবে। কিন্তু এক্ষেত্রে আদালতের নির্দেশ ঠিকমত পালন করা হয়নি বলে এবার কমিশনের বিরুদ্ধে ফের আদালতে দায়ের হলো মামলা। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, আজ আদালত অবমাননার অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। মূলত, এর আগে আদালতের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বলা হয়েছিল, চার থেকে ছয় সপ্তাহ ভোট পিছিয়ে দেওয়া হোক। কিন্তু সেক্ষেত্রে নির্বাচন কমিশন মাত্র তিন সপ্তাহ ভোট পিছিয়ে দিয়েছে। আর এরপরই সেই কমিশনের কাছে এই ব্যাপারে নোটিশ পাঠানো হয়েছিল।

তবে কমিশনের পক্ষ থেকে তেমনভাবে কোনো বক্তব্য না আসার কারণে এবার দায়ের করা হল মামলা। যাকে কেন্দ্র করে ফের অস্বস্তিতে পড়ে গেল রাজ্য নির্বাচন কমিশন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!