এখন পড়ছেন
হোম > রাজ্য > রথযাত্রায় রাজ্য প্রশাসন ‘না’ বলতেই পরবর্তী পদক্ষেপ ঠিক করে ফেলল গেরুয়া শিবির – জানুন বিস্তারিত

রথযাত্রায় রাজ্য প্রশাসন ‘না’ বলতেই পরবর্তী পদক্ষেপ ঠিক করে ফেলল গেরুয়া শিবির – জানুন বিস্তারিত


বহুদিনের অপেক্ষার পর শেষ পর্যন্ত বিজেপি প্রস্তাবিত রথযাত্রার অনুমতি দিল না রাজ্যসরকার। তাই ফের আইনি লড়াইয়ের হাত ধরে অধিকার ফিরে পেতে মরিয়া গেরুয়াশিবির। পশ্চিমবঙ্গে গনতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। সাংবিধানিক নিয়ম অনুসারে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগকে সামনে রেখেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে মুরলধর লেনের কর্তারা।

প্রসঙ্গত, বিজেপির রথযাত্রা কর্মসূচি নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল রাজ্য সরকারের। লাগাতার একমাস ধরে দফায় দফায় অনুমতি চেয়েও পাওয়া না গেলে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। হাইকোর্টের নির্দেশেই এই সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যসরকারের প্রতিনিধিরা বিজেপির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে। কিন্তু শেষে রাজ্যের আইনশৃঙ্খলা বিঘ্নিত হবে এই কারণ দেখিয়ে বিজেপির রথযাত্রা কর্মসূচির ছাড়পত্র আটকে দিল নবান্ন।

এরপর আর কোনোভাবেই চুপ করে বসে থাকতে নারাজ গেরুয়াশিবির কর্তারা। তাই রাজ্য সরকারের নির্দেশের পর্যালোচনা করতে এবং এই প্রেক্ষিতে নিজেদের পরবর্তী পদক্ষেপ আলোচনা করতে গতকাল সকালে রাজ্য দপ্তরে একত্রিত হন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা-সহ অন্যান্যরা। রাজ্য নেতাদের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহর ঘনিষ্ঠ কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব।

স্থির করা হয়,এবার রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণাত্মক ভূমিকা নেবে বিজেপি। কোনোভাবেই আর রেয়াত দেওয়া হবে না। প্রথমে আইনি পথে আক্রমণ হবে তারপর হবে রাস্তায় নেমে আন্দোলন। এবার কেন্দ্রের প্রতিনিধিদের উপস্থিতিতে আদালতে তাঁদের দাবী পেশ করবে রাজ্য বিজেপি। রাজ্য সরকার আইন-শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ তাই কেন্দ্রের তত্ত্বাবধানে রথযাত্রা কর্মসূচি করতে চায় বিজেপি,এই যুক্তিকে সামনে রেখেই রাজ্যসরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ময়দানে নামতে প্রস্তুত বিজেপি,এমনটাই খবর দলীয় অন্দরের।

গতকাল বৈঠক শেষে রাজ্যবিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন রাজ্যসরকারের এধরণের অসহযোগী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রয়োজন হলে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষার অজুহাত দেখিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি রথযাত্রা কর্মসূচি করতে দিচ্ছে না রাজ্যসরকার। এর থেকেই স্পষ্ট যে রাজ্যসরকার আদতে আইনশৃঙ্খলা রক্ষা করতেই ব্যর্থ। আর সেজন্যেই রাজ্যে ৩৫৬ ধারা জারির করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য,শনিবার রাজ্যের তরফ থেকে বিজেপিকে জানানো হয়েছিল যে তাঁদের সমস্ত আপত্তি রথযাত্রা নিয়ে। জনসভায় কোনো সমস্যা নেই। রথযাত্রা কর্মসূচি করলে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে,এরকমটা জানিয়ে নবান্ন থেকে চিঠি আসে রাজ্যবিজেপির দপ্তরে। এরই প্রতিবাদ জানিয়েই আজ হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে দিলীপ ঘোষ-মুকুল রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!