এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আদৌ কি অবাধ ও শান্তিপূর্ণ হতে পারবে রাজ্যের পুরভোট ? প্রবল সংশয় বিজেপি নেতার কন্ঠে

আদৌ কি অবাধ ও শান্তিপূর্ণ হতে পারবে রাজ্যের পুরভোট ? প্রবল সংশয় বিজেপি নেতার কন্ঠে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কলকাতার পুরভোট নিয়ে একাধিকবার একাধিক অভিযোগ উঠেছে, এই ভোট কতটা অবাধ? কতটা শান্তিপূর্ণ হতে পেরেছে? তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বারবার অভিযোগ উঠেছে বিরোধীদের হেনস্থার। এই পরিস্থিতিতে ভোট রয়েছে রাজ্যের চারটি পুরনিগমে। এই চার পুর নিগমের ভোট নিয়ে প্রবল আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি স্পষ্টই জানালেন, পুর নির্বাচন কোনভাবেই শান্তিপূর্ণ ও সঠিকভাবে হতে পারবে না।

আজ বিধান নগরের ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভাস্কর নস্কর বা কাজল বাবুর হয়ে প্রচার করলেন বিজেপি নেতা সজল ঘোষ। প্রচারে বেরিয়ে তিনি জানালেন, কলকাতায় তিনি জিতেছেন, কাজল বাবু জিতবেন বিধান নগরে। তিনি জানালেন, পুর নির্বাচন কোনোভাবেই শান্তিপূর্ণ ও সঠিকভাবে হবেনা। শান্তিপূর্ণ ভোট না হওয়ার অনেকগুলি ভাগ আছে। স্থানীয়ভাবে কে কতটা মোকাবিলা করতে পারবেন? জনগণ বিষয়টিকে কতটা প্রতিরোধ করতে পারবেন? সবকিছু তার ওপরই নির্ভর করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও জানালেন, একদিন সিপিএমকে তারিয়ে তাঁরাই তৃণমূলকে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তাঁর মতো নেতারা কি পেলেন? সিপিএমকে তাড়িয়ে কাদেরকে আনা হয়েছে? মানুষের কাছে তিনি আবেদন জানালেন, নিজের ভোট নিজে দিতে। এরপরও যদি কাজল বাবু হেরে যান তাহলে তাতে কোনো দুঃখ থাকে না। কিন্তু কাজল বাবুকে যেন হারিয়ে না দেয়া হয়। স্থানীয় বিজেপি প্রার্থী যদি নিজের সংগঠনের শক্তি দিয়ে হারাতে পারেন, তাহলে তিনি জিততে পারবেন। এভাবেই আগামী পুরভোট নিয়ে একদিকে যেমন আশঙ্কা, অন্যদিকে তেমনই বিধান নগরের ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির সম্ভাবনা কতটা? সেকথাই স্পষ্ট করে জানালেন সজল ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!