এখন পড়ছেন
হোম > জাতীয় > অদূর ভবিষ্যতে মিলবে না করোনা ভ্যাক্সিন! সামনে এল প্রধানমন্ত্রীকে লেখা বিশেষজ্ঞদের চিঠি!

অদূর ভবিষ্যতে মিলবে না করোনা ভ্যাক্সিন! সামনে এল প্রধানমন্ত্রীকে লেখা বিশেষজ্ঞদের চিঠি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনা সংক্রমণ দিনে দিনে বেড়েই চলেছে। বর্তমানে দেশে মোট করোনা সংক্রমণ ৩৭ লক্ষ্যের গণ্ডি অতিক্রম করেছে। যার মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬৫ হাজারের বেশি মানুষের। প্রতিদিনের মৃত্যুর সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। আর দৈনিক সংক্রমনের সংখ্যা ৭০ হাজার পার করে গেছে। এই অবস্থার মধ্যে সমস্ত দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন করোনার প্রতিষেধকের। চলতি বছরের স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লায় ভাষণে দেশের মাটিতে তৈরি প্রথম করোনা স ভ্যাকসিন এর কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী, এমন আশা নিয়ে বুক বেঁধেছিলেন অনেক ভারতবাসি। কিন্তু শেষ পর্যন্ত সে আশা পূরণ করা সম্ভব হয়নি। তবুও প্রধানমন্ত্রীর ঘোষণা করেছিলেন যে, এই মুহূর্তে ভারতের তিনি করোনা ভ্যাকসিন বিভিন্ন পর্যায়ের পরীক্ষা -নিরীক্ষার মধ্যে অবস্থান করছে। আর বিজ্ঞানীদের সবুজ সংকেত পাওয়া মাত্রেই এই ভ্যাকসিন গুলি সকল ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার। ভারতের জনসংখ্যার কথা মনে রেখেই ভারতের ব্যাপকভাবে ভ্যাকসিন উৎপাদন করা প্রয়োজন। আর এই বিষয়ে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে ফেলেছে কেন্দ্রীয় সরকার এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি তিনটি করোনার ভ্যাকসিন যেগুলি বিভিন্ন পর্যায়ের ট্রায়ালে অবস্থান করছে তাদের মধ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারত বায়োটেক এর কোভ্যাকসিন ইতিমধ্যেই তার প্রথম ট্রায়াল সফলভাবে সম্পন্ন করতে পেরেছে। অক্সফোর্ড – জাইদাস ক্যাডিলার ভ্যাকসিনের মানবদেহে পরীক্ষা শুরু হয়ে গেছে। তাই প্রধানমন্ত্রীর ঘোষণায় যথেষ্ট আশাবাদী হয়েছিল ভারতবাসী। কিন্তু তবু ভারতবাসীর প্রশ্ন ছিল, ঠিক কবে নাগাদ মিলতে পারে এই ভ্যাকসিন? এর উত্তরে ভারতবাসীর আশা ভঙ্গ করে দিল স্বাস্থ্য বিশেষজ্ঞদের যৌথ টিমের একটি বিশেষ ঘোষণা। বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনা ভ্যাকসিন ভারতের কাছে আসতে এখনো অনেক দেরি আছে। তাই স্বত্তর ভারতবাসীকে করোনা ভ্যাকসিন এর আশা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি IPHA, IAPSM ও IAE নামের তিনটি বিশেষ সংগঠনের বিশেষজ্ঞরা তাঁদের এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন যে, ভারতে করোনার ভ্যাকসিন আসতে এখনো বহুদিন অপেক্ষা করতে হবে। অন্তত আগামী ১৮ মাসের মধ্যে ভারতে করোনার ভ্যাকসিন আসার কোন সম্ভাবনা নেই। ১৮ মাসের মধ্যে যদি ভারতে কোন করোনা ভ্যাকসিন তৈরি হয় সেটি হোম মিরাকেল। কারণ তারা জানিয়েছেন সমস্ত নিয়ম মেনে একটি টিকা তৈরি করতে গেলে এক দশকেরও বেশি সময়ের প্রয়োজন হয়।

বিশেষজ্ঞদের এই যৌথ টিমের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে, ভারতের মহামারী প্রতিরোধে ভ্যাকসিনের ভূমিকা তেমন একটা সন্তোষজনক নয়। তাই ভ্যাকসিন আসার অপেক্ষা করা একেবারেই অর্থহীন। এ প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন, যখন করোনার ভ্যাকসিন তৈরি হবে তখন সেটা ‘w.h.o.’ এর গাইডলাইন সম্পূর্ণভাবে মান্য করেই তৈরি হবে এবং তার বিতরণও করা হবে গাইডলাইন মেনেই। আর ততদিনে অনেকটা সময় চলে যাবে। এতটা সময় একটা ভ্যাকসিনের জন্য অপেক্ষা করা অর্থহীন বলে তাঁরা দাবি করেছেন।

এর সঙ্গে সঙ্গেই লকডাউন এর মাধ্যমে করোনা সংক্রমণ রোধের যে পদ্ধতি সরকার অবলম্বন করেছে এই পদ্ধতির উপরও তাঁরা বিশেষ অনাস্থা প্রকাশ করেছেন। তাঁরা নিদান দিয়েছেন, রাজ্য বা দেশজুড়ে কোন বড় মাত্রার লকডাউন না করে ক্লাস্টার দেখে দেখে ক্ষুদ্র এলাকাগুলোকে বিধি-নিষেধ আরোপ করলে করোনা রোধে ভালো ফল মিলবে। সেই সঙ্গে তাঁরা দেশের সমস্ত স্কুল-কলেজ খুলে দেবার নির্দেশ দিয়েছেন।

বিশেষজ্ঞদের টিমের আরও দাবি, দেশের সমস্ত নগর-মহানগর গুলিতে ইতিমধ্যে করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে তাই এই পর্বে টেস্টিং, আইসোলেশন দিকে নজর দেওয়া তাঁরা অর্থহীন বলে মনে করছেন। বরং তাঁরা প্রস্তাব রেখেছেন, ” আমাদের এখন ফোকাস করতে হবে, কীভাবে মৃত্যু কমানো যায় সেদিকে। এবং সেজন্যই স্বাস্থ্যব্যবস্থাকে প্রস্তুত করতে হবে। ”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!