এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > টাকা পাওয়ার পরেও শুরু হয়নি বাড়ি তৈরীর কাজ! সরকারি প্রকল্পের সাফল্য নিয়ে উঠছে প্রশ্ন!

টাকা পাওয়ার পরেও শুরু হয়নি বাড়ি তৈরীর কাজ! সরকারি প্রকল্পের সাফল্য নিয়ে উঠছে প্রশ্ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের সদ্ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্যে। অনেক ক্ষেত্রে সরকারি প্রকল্পে অর্থনৈতিক কেলেঙ্কারি থেকে শুরু করে ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছিল। আর এবার হাউসিং ফর অল প্রকল্পের টাকা পেয়েও বহু উপভোক্তা গৃহনির্মাণ না করায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, শিলিগুড়ি শহরে এই প্রকল্পের সুবিধা পেয়েছেন 60 জন ব্যক্তি। এক বছর আগে প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তারা বাড়ি তৈরির কাজ শুরু করেননি।

ফলে নিয়ম অনুযায়ী এবার সেই সমস্ত উপভোক্তাদের শোকজ করতে হবে। আর যদি তার পরিপ্রেক্ষিতে তারা সঠিক উত্তর না দেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই গোটা ঘটনায় এখন তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই হাউসিং ফর অল প্রকল্পের উপভোক্তাদের অনেকের বিরুদ্ধেই দীর্ঘদিন ধরে গৃহ নির্মাণ নিয়ে দীর্ঘসূত্রিতা করার অভিযোগ তোলা হয়েছিল। নিয়ম অনুযায়ী, জমির নথি যাচাই করে দেখার পর 2018-19 আর্থিক বছরে উপভোক্তাদের প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। যেখানে 60000 টাকা করে পেয়েছিলেন তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই টাকার খরচের হিসাব জমা দেওয়ার পরেই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার কথা তাদের। কিন্তু এক বছর কেটে গেলেও এখনও পর্যন্ত পূর্বের অর্থনৈতিক যে সাহায্য দেওয়া হয়েছিল, তার হিসেব দিতে পারেননি সেই সমস্ত উপভোক্তারা। ফলে ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে। কেন অর্থ দেওয়া সত্ত্বেও তারা বাড়ি তৈরি শুরু করল না, তা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। এদিন এই প্রসঙ্গে শিলিগুড়ি পৌরসভায় এক আধিকারিক বলেন, “নিয়ম অনুযায়ী এখানে একটি শ্লোগান তৈরি করা হয়েছে, ‘বাড়ি তৈরি করো, না হলে টাকা ফেরত দাও।’ একসময় উপভোক্তার তালিকায় প্রায় 100 জন প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরীর কাজে হাত দিচ্ছিলে না। বারবার তাগাদা দেওয়ার পর তাদের মধ্যে 40 জন বাড়ি নির্মাণের কাজে হাত দিয়েছেন। 60 জন উপভোক্তা এখনও গৃহ নির্মাণ শুরু করেননি। সম্ভবত তারা প্রকল্পের টাকা অন্য খাতে ব্যয় করেছেন। এবার নোটিশ পাঠিয়ে তাদের কাছে টাকা ফেরত চাওয়া হবে। সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”

এখানেই একাংশের প্রশ্ন, তাহলে হাউস ফর অল প্রকল্পের মত গুরুত্বপূর্ণ প্রকল্পের ক্ষেত্রেও যদি এইভাবে অনিয়ম চলতে থাকে, তাহলে প্রকৃত মানুষেরা প্রতি মুহূর্তে সুবিধা থেকে বঞ্চিত হবেন। কিছু মানুষ সুবিধা পেয়ে যদি সেই টাকা অন্য খাতে ব্যয় করেন, তাহলে সরকারের প্রকল্প অনেকটাই ভেস্তে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন এই প্রসঙ্গে শিলিগুড়ি পৌরসভার ওয়ার্ড কো অর্ডিনেটর তথা প্রশাসক বোর্ডের সদস্য শরদিন্দু চক্রবর্তী বলেন, “হাউসিং ফর অল প্রকল্পের গাইডলাইনে আছে, বাড়ি তৈরি না করলে বরাদ্দ টাকা পৌরসভায় ফেরত দেবেন উপভোক্তারা। তাই প্রকল্পের প্রথম কিস্তির টাকা না মেলার পরেও বাড়ি তৈরীর কাজে হাত না দেওয়া উপভোক্তাদের চিহ্নিত করা হয়েছে। প্রকল্পের নিয়ম অনুসারে এবার তাদের নোটিশ পাঠানো হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে।” সব মিলিয়ে এবার পৌরসভার থেকে নোটিশ পাওয়ার পর সেই সমস্ত উপভোক্তারা বাড়ি তৈরি না করার ব্যাপারে কি জবাব দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!