এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শিক্ষকদের বেতন তো ‘বাড়ল’, এবার কোন পথে উস্থির শিক্ষকদের অনশন আন্দোলন

শিক্ষকদের বেতন তো ‘বাড়ল’, এবার কোন পথে উস্থির শিক্ষকদের অনশন আন্দোলন


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – গতকাল সন্ধ্যে থেকেই জল্পনা বাড়তে থাকে, আজ নজরুল মঞ্চে দলীয় শিক্ষক সংগঠনের বৈঠক থেকে র্যায়ের প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা করতে পারেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই জল্পনাকে সত্যি করে, বেতন বাড়ানোর ঘোষণাও করেন পার্থবাবু। একই সঙ্গে, এর পরিপ্রেক্ষিতে অনশনরত শিক্ষকদের অনশন তুলে নিয়ে কাজে ফিরে যাওয়ার কথাও বলেন তিনি।

আর তারপরেই প্রশ্ন ওঠে – তাহলে কি এবার সত্যিই আন্দোলন প্রত্যাহার করে নিতে চলেছেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন? এই প্রসঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করি অস্থির রাজ্য সভাপতি সন্দীপ ঘোষের সঙ্গে। আন্দোলন প্রত্যাহার তো দূরের কথা সন্দীপবাবু পাল্টা বেশ কিছু প্রশ্ন ছুঁড়ে দেন।

সন্দীপবাবু স্পষ্ট জানান, আজ নজরুল মঞ্চে শাসকদলের শিক্ষকদের একটি বৈঠকে শিক্ষামন্ত্রী কিছু ঘোষণা করেছেন বলে শুনেছি। কিন্তু, সেই বৈঠকে আমাদের ডাকা হয় নি, সুতরাং সঠিক জানিনা উনি কি ঘোষণা করেছেন। আর, এই ধরনের বেতন বৃদ্ধির কথা তো দলীয় কোনো সংগঠনের বৈঠক থেকে হয় না – সরকারি নিয়মে জিও প্রকাশ করতে হয়। কোথায় সেই জিও? তাছাড়া, শিক্ষামন্ত্রী তো আমাদের দাবির কিছুই মানেননি – তাহলে আন্দোলন প্রত্যাহারের কথা আসছে কেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সন্দীপবাবুর বক্তব্য, আমাদের প্রথম দাবিই হল, অনৈতিকভাবে বদলি করা ১৪ জন শিক্ষককে অবিলম্বে তাঁদের পুরোনো জায়গায় ফিরিয়ে আনতে হবে। আন্দোলন করার জন্য কোনো শিক্ষককে এইভাবে দূরবর্তী জেলায় বদলি কিছুতেই মেনে নেওয়া যায় না। এই বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বারবার বৈঠক হয়েছে, বারবারই তিনি জানিয়েছেন এই নিয়ে তিনি ভাবছেন! সেই ৪ ঠা জুন থেকে তিনি ভাবছেন, আর কতদিন তিনি ভাববেন?

সন্দীপবাবু আরও জানান, আমাদের সকল শিক্ষককে NCTE নর্ম মেনে উচ্চমাধ্যমিকে ৫০% নম্বর ও দুবছরের ডিএলএড করতে হয়েছে। বহু প্রবীণ শিক্ষক সহ কাউকেই এক্ষেত্রে রেহাই দেওয়া হয় নি। তাহলে NCTE নর্ম মেনে কেন আমাদের ৪,২০০ পে-গ্রেড দেওয়া হবে না? রাজ্যের অর্থনৈতিক দিক ভেবে আমরা তো কোনো এরিয়ার দাবি করছি না, অর্থাৎ রাজ্য সরকারের আর্থিক চাপের দিকটা মাথায় রেখে আমরা যথেষ্টই সহানুভূতিশীল পদক্ষেপ নিয়েছি।

সন্দীপবাবু রীতিমত ক্ষোভের সঙ্গে জানান, এরিয়ারও দেওয়া হবে না, ৪,২০০-এর পে-গ্রেডও দেওয়া হবে না, তাহলে রাজ্য সরকার কি সত্যিই শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল? শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পর, সামগ্রিকভাবে শিক্ষক সমাজ ফুঁসছে – এই ঘোষণা কিছুতেই মেনে নেওয়া যায় না। তাই, যেহেতু আমাদের কোনো দাবিই পূরণ হয় নি বা শিক্ষামন্ত্রী এই নিয়ে আমাদের সঙ্গে কোনো সদর্থক বৈঠক করেননি, তাই আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্নই নেই। আমাদের আন্দোলন এরপর আরও তীব্র ও বৃহত্তর হতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!