এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রনব মুখার্জীর পরে হেভিওয়েট শিল্পপতিকে মঞ্চে তুলে আরএসএসের মাস্টারস্ট্রোক

প্রনব মুখার্জীর পরে হেভিওয়েট শিল্পপতিকে মঞ্চে তুলে আরএসএসের মাস্টারস্ট্রোক

2019 এর লোকসভার ঠিক আগে একের পর এক বিশিষ্টজনেদের মঞ্চে তুলে দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কিছুদিন আগেই ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি তথা আদ্যপ্রান্ত কংগ্রেসী ধারনায় বিশ্বাসী প্রবীন কংগ্রেস নেতা প্রনব মুখোপাধ্যায়কে নিজেদের অনুষ্টানে আসার আহ্বান জানিয়েছিলেন আরএসএস প্রধান। নিমন্ত্রন পেয়ে প্রনব মুখোপাধ্যায়ও সেই সভায় বক্তব্য রাখার ব্যাপারে সম্মতি প্রকাশ করলে কংগ্রেস শিবিরে চরম চাঞ্চল্য তৈরি হয়। তবে অবশ্য পরিস্থিতির উন্নতি হয়। আর এবার প্রনব মুখোপাধ্যায়ের পর আরএসএসের মুম্বইয়ে একটি সভামঞ্চে আগামী মাসে একই সাথে দেখা যাবে আরএসএস প্রধান মোহন ভাগবতের সাথে শিল্পপতি রতন টাটাকে। নানা পালকর স্মৃতি সমিতি নামে সঙ্ঘেরই একটি স্বেচ্ছাসেবী সংস্থার শতবার্ষিকী অনুষ্টানে আগামী 24 আগষ্ট উপস্থিত থাকবার জন্য আহ্বান জানানো হয়েছে এই শিল্পপতিকে। জানা যায়, এই সংস্থাটি ক্যান্সার রোগীদের সাহায্যের জন্য একাধিক কাজ করে থাকে। তবে এহেন একের পর এক বিশিষ্টজনেদের আরএসএস মঞ্চে হাজির করার পেছনে কি অন্য কোনো কারন হয়েছে? এই প্রশ্নের উত্তরে সঙ্ঘের অনেক স্বয়ংসেবকের দাবি, শিল্পপতি রতন টাটা এর আগেও এরকম অনুষ্টানে এসেছেন। তাই এ নিয়ে কোনো জল্পনার কারনই নেই।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!