এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > আগামী ৩ দিন ধরে ভারী বর্ষণে ভাসতে চলেছে বাংলা! জারি হল হলুদ সর্তকতা! জেনে নিন বিস্তারিত

আগামী ৩ দিন ধরে ভারী বর্ষণে ভাসতে চলেছে বাংলা! জারি হল হলুদ সর্তকতা! জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শ্রাবণের শেষ হয়ে ভাদ্রের শুরু হয়ে গেছে বাংলায়। মাঝে মাঝেই কড়া রোদ ভাদ্র মাসের আগমনের জানান দিচ্ছে। সাথে গরমও বেড়ে চলেছে পাল্লা দিয়ে। দু’দিন আগেই অস্বাভাবিক গরমের গুমোট অবস্থা থেকে মুক্তি পাওয়া যায় এক পশলা বৃষ্টিতে। কিন্তু এবার আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে, আগামী তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টির তীব্রতা এতটাই থাকবে যে কারণে এই পাঁচ জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

জানা গিয়েছে, উত্তরবঙ্গের 5 জেলা, যথাক্রমে- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে। সতর্কতা হেতু এই পাঁচ জেলায় হলুদ সর্তকতা জারি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গও এই বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে রেহাই পাচ্ছেনা আপাতত। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের দুই 24 পরগনা, কলকাতাসহ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন অঞ্চলে নেমেছে বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলা ছাড়া বাকি জায়গাগুলোতে স্বাভাবিক হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ভারতের অন্যান্য জায়গাতেও দেখা দিচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই হিমাচল প্রদেশের আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ওই রাজ্যের 10 জেলায় আজ থেকে শুরু হচ্ছে ভারী বৃষ্টি। ইতিমধ্যেই সেখানে আবহাওয়া দপ্তর হলুদ সর্তকতা জারি করেছে বলে জানা গিয়েছে। হিমাচলের সিমলা, পুনা, বিলাসপুর, হামিরপুর, কাংড়া, সোলান, সিরমৌর, মান্ডি, কুলু ও চম্বার বেশিরভাগ কেন্দ্রীয় পার্বত্য জেলাগুলোতে বুধবার থেকে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।

অন্যদিকে জানা গেছে, কিন্নর এবং লাহুল স্পিতির উঁচু পার্বত্য জেলাগুলোতে সাধারণ বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থানে টানা হতে চলেছে প্রবল বৃষ্টি। অন্যদিকে বুধবার থেকে জম্মু কাশ্মীর, লাদাখ এবং হিমাচল জুড়েও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হবে বলে জানা গেছে। সেপ্টেম্বরের শুরুতে এই ব্যাপক বৃষ্টির কারণ অনুসন্ধানে লেগেছেন আবহাওয়াবিদরা।

তবে দেশজুড়ে যেভাবে প্রবল বৃষ্টিপাত শুরু হতে চলেছে অসময়ে, তাতে ফসলের ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বাংলাতে দেখা দিচ্ছে বানভাসি হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই বৃষ্টিতে বেশ কিছু নিচু এলাকা জলের তলায় বলে জানা গেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে জানিয়েছে, তাঁরা ভারী বৃষ্টি থেকে বাঁচার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!