এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুলিশ দিয়ে ভোট ‘ম্যানেজের’ দিন হল শেষ! একুশের নির্বাচন নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্তের পথে কমিশন

পুলিশ দিয়ে ভোট ‘ম্যানেজের’ দিন হল শেষ! একুশের নির্বাচন নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্তের পথে কমিশন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এদিকে, রাজ্য পুলিশ নিরপেক্ষ নয়, রাজ্য পুলিশ শাসকদল তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এমন অভিযোগ বারবার উঠেছে রাজ্যের বিভিন্ন বিরোধীদলের পক্ষ থেকে। রাজ্য পুলিশের নিরপেক্ষতা, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনে পুলিশকে নিয়ে বিশেষ সিদ্ধান্তের কথা জানালো নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হলো যে, আগামী বিধানসভা নির্বাচনে নিজের এলাকাতে বা নিজের কর্মরত থানার এলাকাতে পোস্টিং দেওয়া হবে না পুলিশ কর্মীদের। তাদের অন্যত্র পাঠানো হবে। নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেয়া হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যা এক অভিনব সিদ্ধান্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, ভোটের কাজে যোগদান করে থাকেন, সে সমস্ত কর্মী বা আধিকারিকরা, তাঁরা কখনোই নিজের জায়গাতে দায়িত্ব পান না, তাদের পাঠানো হয় অন্য কোন স্থানে। এবার পুলিশকর্মীদের ক্ষেত্রেও এই ব্যবস্থা কার্যকর করতে চলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নিরপেক্ষতার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয়া হলো।

এই পদক্ষপের ফলে নির্বাচন প্রক্রিয়ায় আরো স্বচ্ছতা ও নিরপেক্ষতা থাকবে বলে আশাবাদী কমিশন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে যে, আগামী বিধানসভা নির্বাচনের সময়ে নিজের কর্তব্যে অবহেলা করায় কোন পুলিশের বিরুদ্ধে যদি অভিযোগ আসে। আর অভিযোগ যদি সত্য বলে প্রমাণিত হয়, তবে বদলি নয় একেবারে সাসপেন্ড করে দেয়া হবে।

কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানাল রাজ্যের বিভিন্ন বিরোধীমহল। এ প্রসঙ্গে বক্তব্য প্রকাশ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুনাল ঘোষ জানান যে, নির্বাচন কমিশনের এই পদক্ষেপের ফলে তৃণমূলের কোন সমস্যা হবে না। তিনি দাবি করেছেন যে, মানুষ তৃণমূলকেই ভোট দান করবেন। কোন পুলিশ কোন থানায় থাকলেন? কে থাকলেন না? তাতে ভোটে তৃণমূলের কিছু যাবে আসবে না।

তিনি আরও জানিয়েছেন যে, একজন পুলিশ দীর্ঘদিন ধরে যে এলাকার দায়িত্ব পালন করছেন, সেই এলাকার আইন সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল থাকেন। কিন্তু একজন পুলিশকে হঠাৎ যদি অন্য কোন এলাকায় বদলি করা হয়, তবে এলাকায় কোন সমস্যা দেখা দিলে, সে ক্ষেত্রে রাজ্য সরকার কোনভাবেই দায়ী থাকবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!