এখন পড়ছেন
হোম > জাতীয় > আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক বিশেষ পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের

আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক বিশেষ পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বেশকিছু রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। যার মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ, আসাম ইত্যাদি। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার দেশে ৮টি নতুন শহর গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। নগরায়নের বিস্তার ঘটিয়ে, নাগরিক জীবনে অধিক সংখ্যক মানুষকে যোগদানের সুযোগ দিতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। আবার, ১৫ তম অর্থ কমিশনের প্রস্তাব অনুযায়ী এই প্রকল্পে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। দেশ জুড়ে গড়ে তোলা হবে ৮ টি নতুন শহর। দেশের বিভিন্ন শহরের অধিক জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে এই বিশেষ পরিকল্পনা নেয়া হলো।

কেন্দ্রের এই পরিকল্পনা প্রসঙ্গে আবাসন মন্ত্রকের সচিব দুর্গা শঙ্কর মিশ্র জানালেন যে, নতুনভাবে ৮ টি শহর গড়ে তোলা হবে। প্রতিটি শহরের জন্য ১ হাজার কোটি টাকা খরচ করা হবে। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক এরমধ্যেই এই বিষয় নিয়ে তাদের পরিকল্পনা জানাবে। তিনি জানালেন যে, বহুবছর ধরে দেশে নতুন করে কোন শহর তৈরি করা হয়নি। তাই এরকম সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের পরিকল্পনা রূপায়ণের জন্য সময় নেওয়া হবে ৬ মাস থেকে ১ বছর। অর্থ কমিশনের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবাসন কমিশনের সচিব দুর্গা শঙ্কর মিশ্র আরো জানালেন যে, দেশে নতুন শহরের প্রয়োজন আছে। কিন্তু কোনো পরিকল্পনা ছাড়াই শহর তৈরি করা হলে, শহরে অতিরিক্ত জনসংখ্যার সৃষ্টি হবে। এ কারণেই এই বিশেষ পরিকল্পনা করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। দেশের কোথায় কোথায় এই নতুন শহর গড়ে তোলা হবে? সেই বিষয় নিয়ে খতিয়ে দেখবে কেন্দ্র। এ প্রসঙ্গে তিনি আরও জানালেন যে, বহু শহরের বাইরে বিরাট জমি পড়ে রয়েছে।

এই জমি গুলিকে বসবাসযোগ্য করে তোলা সম্ভব। তিনি জানালেন এই নতুন শহরগুলিতে ৫ হাজার সংখ্যক লোক বসবাস করবে। প্রতি বর্গকিলোমিটারে মোট ৪০০ জন করে লোক বসবাস করবে। এ শহরগুলি এমনভাবে তৈরি করা হবে যে, শহরের অধিবাসীদের ৭৫ % পুরুষ কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত হবেন না। তবে এ বিষয় নিয়ে এখনও শুধুমাত্র পরিকল্পনাই করা হয়েছে। কেন্দ্রের এই পরিকল্পনা এখনো শুধু প্রাথমিক স্তরেই রয়েছে। তবে, একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের পূর্বে কেন্দ্রের এই পরিকল্পনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!