এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আগামী বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের কী ফলাফল হতে পারে, জেনে নিন !

আগামী বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের কী ফলাফল হতে পারে, জেনে নিন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের সময় থেকেই জঙ্গলমহল থেকে একটু একটু করে অধিকার হারিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। সে জায়গায় গেরুয়া শিবির বেশ ভালই গোড়াপত্তন করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং তা লোকসভার নির্বাচনী ফলাফলেই প্রকাশ পেয়েছে। একুশের বিধানসভা নির্বাচনের আগে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ নজর দিয়েছেন জঙ্গলমহল পুনরুদ্ধারের দিকে। আর জঙ্গলমহল পুনরুদ্ধার করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী বেছে নিয়েছেন জঙ্গলমহলের অন্যতম পরিচিত মুখ ছত্রধর মাহাতোকে।

অন্যদিকে গেরুয়া শিবির জঙ্গলমহলের দখল এত সহজে ছাড়বে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আজ বাঁকুড়ায় রবীন্দ্রভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দলীয় নেতৃত্বরা বসেছিলেন বৈঠকে। বৈঠক করে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সাংবাদিকদের তরফ থেকে বিজেপি নেত্রী ভারতী ঘোষকে প্রশ্ন করা হয়, জঙ্গলমহলে বিধানসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে? এর উত্তরে বিজেপি নেত্রী ভারতী ঘোষ এদিন স্পষ্ট করে জানিয়ে দেন, জঙ্গলমহলে তৃণমূল সরকার আর কোনরকম জায়গা পাবেনা।

মানুষ তাঁদের পরিত্যাগ করেছে, প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি তিনি ছত্রধর মাহাতোর বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, জঙ্গলমহলে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হেরে যাওয়ার পেছনে এক এবং অন্যতম কারণ হতে চলেছে ছত্রধর মাহাতো। একইভাবে ভারতী ঘোষ পাহাড়েও তৃণমূলের হেরে যাওয়ার সম্ভাবনার অন্যতম কাওণ হিসেবে বিমল গুরুংকে তুলে ধরেছেন। প্রসঙ্গত, গতমাসে হঠাৎ কলকাতায় দেখা যায় বিমল গুরুংকে। এবং বিমল গুরুং জানান, তিনি চান একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ধরে রাখুক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জঙ্গলমহল নিয়ে ভারতী ঘোষ এদিন আরো বলেন, জঙ্গলমহলের মানুষ ভালোভাবে বাঁচতে শিখে গেছে। তাঁরা গুলি-বন্দুক ফেলে বই হাতে নিয়েছে। জঙ্গলমহলের মানুষ রক্তাক্ত দিনগুলিকে পিছনে ফেলে এসেছেন। জঙ্গলমহলের ছেলেমেয়েরা এখন উন্নয়ন চায়, ভালো চাকরি চায়, শহরের সাথে যোগাযোগ চায়। কিন্তু জঙ্গলমহলে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল তার কথা ভঙ্গ করেছে বলে দাবি করেন এদিন ভারতী ঘোষ। পাশাপাশি জঙ্গলমহলকে আবারও অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে 2019 এর লোকসভা নির্বাচনের পর জঙ্গলমহলে তৃণমূলের হারের পর ব্যাপকহারে কাটাছেঁড়া করতে গিয়ে কিন্তু উঠে এসেছে অন্য তথ্য। জানা গিয়েছে, উন্নয়নের নামে দলের শাসকদলের নিচু স্তরের কর্মীরা চালিয়েছেন ব্যাপকহারে দুর্নীতি। তাই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের দুর্নীতি রোধে পদক্ষেপ গ্রহণ করেছেন ইতিমধ্যে। এবার দেখার, জঙ্গলমহল কি পুরনো কথা ভুলে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হয়, নাকি 2019 এর লোকসভা নির্বাচনের প্রতিচ্ছবি ফুটে ওঠে একুশের বিধানসভা নির্বাচনে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!